রবিউল ইসলাম বিশেষ প্রতিনিধি : “বিপন্ন মানবতায় প্রবাসীর জয়” এই স্লোগানকে সামনে রেখে দিন রাত অসহায় মানুষের পাশে থেকে সেবা করে চলেছেন চৌগাছা পরিবার সেচ্ছাসেবী সংগঠন।তারি ধারাবাহিকতায় যশোরে চৌগাছার হাকিমপুর ইউনিয়নের হাকিমপুর গ্রামের মৃত হাসান আলীর স্ত্রী মোছাঃ ফজিলা খাতুনকে একটি সেলাই মেশিন প্রদান করেন চৌগাছা পরিবার সেচ্ছাসেবী সংগঠন। বৃহস্পতিবার বিকালে ফজিলা খাতুনের নিজ বাস ভবনে গিয়ে সেলাই মেশিন হস্তান্তর করা হয়।ফজিলার স্বামী মৃত হাসান আলী দীর্ঘদিন ক্যান্সার আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।হাসান আলী মারা যাওয়ায় অভিভাবকহীন অবস্তায় চরম দূর্বীসহ অবস্তায় জীবনযাপন করছেন তার পরিবার।হতাশগ্রস্ত অসহায় ফজিলা খাতুনের অসহায়ত্ব কিছুটা হলেও দূর করার জন্য তার পাশে এসে দাড়ালেন চৌগাছা পরিবার সেচ্ছাসেবী সংগঠন। আয়ের উৎস হিসাবে ফজিলা খাতুনের হাতে তুলে দিলেন একটি সেলাই মেশিন।

চৌগাছা পরিবার সেচ্ছাসেবী সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি সিঙ্গাপুর প্রবাসী জনাব মোঃ বখতিয়ার হোসেনের দিকনির্দেশনায় একটি সেলাই মেশিন হস্তান্তর করার সময় উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি কবির হোসেন সোহেল,শাহিন কবির,সাধারণ সম্পাদক ফয়সাল আহম্মেদ,দপ্তর সম্পাদক আলামিন হুসাইন সহ সকল নেতৃবৃন্দ।