সাঈদ ইবনে হানিফ : সুশাসন ও নাগরিক অধিকারের বিষয়ে জনগনের সক্রিয় অংশ গ্রহণ এবং রাষ্ট্রের মালিক হিসেবে তাদের স্বচেতন ভুমিকা পালনে করনীয় পদক্ষেপের উপর যশোরের বাঘারপাড়ায়, দি হাঙ্গার প্রজেক্টে বাংলাদেশের এম আই পি এস (মিপ্স)’র আওতায় বাঘারপাড়া অঞ্চলের নাগরিক কমিটির কর্মীদের নিয়ে এক অবহিত করণ সভা অনুষ্ঠিত হয়েছে। ৪ জানুয়ারী বৃহস্পতিবার সকাল ১০ টায় উপজেলার খাজুরা সমবায় সমিতির হল রুমে এই সভা অনুষ্ঠিত হয়।

সুশাসনের জন্য নাগরিক (সুজনের) বাঘারপাড়া কমিটির সাধারণ সম্পাদক মোঃ ইকরামুল হাসান মিঠুর সভাপতিত্বে, এই অবহিত করণ সভায় উপস্থিত ছিলেন, এম আই পি এসে (মিপ্স) প্রজেক্টের এরিয়া কো-অর্ডিনেটর এস এম রাজু জাবেদ, ফিল্ড কো-অর্ডিনেটর মোঃ আশরাফুজ্জামান, নাগরিক কমিটির হাফিজুর রহমান হাফিজ, সাঈদ ইবনে হানিফ, সূর্য বিশ্বাস, অজয় কুমার বিশ্বাস, তাহমিমা বেগম, দিলরুবা খানম, রীনা পারভীন প্রমূখ।

উল্লেখ্য, এই অবহিত করণ সভায় সামাজিক নিরাপত্তা, নাগরিক অধিকারে জনগণের সক্রিয় কার্যক্রমের উপর বিভিন্ন দিকনির্দেশনা মূলক আলোচনা অনুষ্ঠিত হয়।