শিরোনাম:
যশোর ডিবি পুলিশের অভিযানে ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
নিউজ ডেস্ক
- আপডেট: ০৩:০৯:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ১ জুলাই ২০২৫
- / ১৪৩

নিজস্ব প্রতিবেদক: যশোর জেলা গোয়েন্দা (ডিবি) শাখার মাদকবিরোধী বিশেষ অভিযানে ৫০০ গ্রাম গাঁজাসহ নূর মোহাম্মদ (৩২) নামে এক পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
রবিবার (৩০ জুন-২০২৫) রাত ৮টা ২০ মিনিটে চৌগাছা উপজেলার হাকিমপুর ইউনিয়নের যাত্রাপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত নূর মোহাম্মদ একই গ্রামের মৃত হবি খানের ছেলে।
গোপন সংবাদের ভিত্তিতে এসআই বাবলা দাস, এসআই শিবু মন্ডল, এএসআই গৌরাঙ্গ কুমার ও সঙ্গীয় ফোর্সের একটি টিম এ অভিযান পরিচালনা করে। অভিযানের সময় তার বাড়ির উঠানে তল্লাশি চালিয়ে ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।