নড়াইলের সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত
- আপডেট: ০৫:১২:৩৭ অপরাহ্ন, শনিবার, ১১ অক্টোবর ২০২৫
- / ১৭

নড়াইল প্রতিনিধি: নড়াইলের সংবাদকর্মীদের সৌহার্দ্য ও সম্প্রীতি বৃদ্ধির লক্ষ্যে উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হলো নড়াইলের সাংবাদিকদের মিলনমেলা।
শনিবার (১১ অক্টোবর) দুপুরের দিকে শহরের পুরাতন বাস টার্মিনাল এলাকার শেখ রিজেন্সি গেস্ট হাউজে এই মিলনমেলা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে নড়াইল প্রেসক্লাবের সহ সভাপতি এ্যাড. মোঃ আজিজুল ইসলাম, জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাড. তারিকুজ্জামান লিটু, নড়াইল প্রেসক্লাবের সহ সভাপতি সুলতান মাহমুদ, এম মুনির চৌধুরী, সিনিয়র সাংবাদিক রুপক মুখার্জি, মাহফুজুর রহমান মন্নু, কার্ত্তিক দাস, খায়রুল আরেফিন রানা, সেলিম জাহাঙ্গীর, টিপু সরদার, মির্জা মাহমুদ হোসেন রন্টু, মিরাজ খান, স্বপন কুমার দাসসহ জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার শতাধিক সাংবাদিক উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি সৌন্দর্যবর্ধন করতে পৃষ্ঠপোষকতা করেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খন্দকার ইজাজুল হাসান বাবু।
মিলনমেলায় সাংবাদিকরা পারস্পরিক মতবিনিময় করেন এবং নড়াইলের গণমাধ্যম অঙ্গনকে আরও শক্তিশালী ও ঐক্যবদ্ধ করার আহ্বান জানান।