জুলাই সনদ স্বাক্ষরের অনুষ্ঠান দুদিন পিছিয়ে ১৭ অক্টোবর
- আপডেট: ০৯:০৭:৩৩ অপরাহ্ন, শনিবার, ১১ অক্টোবর ২০২৫
- / ৭

নিজস্ব প্রতিবেদকঃ জুলাই জাতীয় সনদ স্বাক্ষরের অনুষ্ঠান দুই দিন পিছিয়ে ১৭ অক্টোবরে নেওয়ার কথা জানিয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়।
আগের সূচি অনুযায়ী, এ অনুষ্ঠান হওয়ার কথা ছিল ১৫ অক্টোবর (বুধবার); জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায়। কিন্তু ‘জনসাধারণের সুবিধার্থে’ সেটি পিছিয়ে শুক্রবার সাপ্তাহিক ছুটির দিনে নেওয়ার কথা বলছে প্রধান উপদেষ্টার কার্যালয়।
১১ অক্টোবর, শনিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে একটি বৈঠক হয়।
ওই বৈঠকে জাতীয় ঐকমত্য কমিশন অনুষ্ঠান দুই দিন পেছানোর সিদ্ধান্ত নেয় বলে প্রধান উপদেষ্টার কার্যালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
বৈঠক শেষে কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ বলেন, জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠান একটি ঐতিহাসিক ঘটনা। আগ্রহী জনগণের অংশগ্রহণের সুবিধার্থে অনুষ্ঠানটি ১৭ অক্টোবর শুক্রবার বিকালে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে।
বৈঠকের সিদ্ধান্ত তুলে ধরে বিজ্ঞপ্তিতে বলা হয়, জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠানে দেশের বিভিন্ন রাজনৈতিক দল ও জোটের প্রতিনিধিরা অংশ নেবেন। এছাড়া বিভিন্ন শ্রেণিপেশার প্রতিনিধিদের আমন্ত্রণ জানানো হবে।