আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে অভিযুক্ত ১৫ কর্মকর্তাকে সেনা হেফাজতে নেওয়া হয়েছে, একজন নিখোঁজ
- আপডেট: ০৬:১৭:৪৩ অপরাহ্ন, শনিবার, ১১ অক্টোবর ২০২৫
- / ১৪

নিজস্ব প্রতিবেদক : আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গ্রেপ্তারি পরোয়ানা থাকা সেনাবাহিনীর ১৫ কর্মকর্তাকে সেনাসদরে সংযুক্ত করা হয়েছে। তবে সেনাবাহিনীর একজন কর্মকর্তা মেজর জেনারেল কবির আহমেদ নিখোঁজ রয়েছেন। তার সঙ্গে যোগাযোগ করেও তাকে পাওয়া যায়নি।
শনিবার ঢাকা সেনানিবাসের মেস-এ তে প্রেস ব্রিফং করে এ তথ্য জানান সেনাবাহিনীর এ্যাডজুটেন্ট জেনারেল মেজর জেনারেল মো. হাকিমুজ্জামান।
সেনাবাহিনীর এই কর্মকর্তা বলেন, ‘আমরা এখনো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে কোনো গ্রেপ্তারি পরোয়ানা পায়নি। তবে বাংলাদেশ সেনাবাহিনী সকল আইনের প্রতি শ্রদ্ধাশীল। তাই ৮ অক্টোবর সেনাবাহিনীতে চাকরিরত ১৬ জনকে আমরা সেনা হেফাজতে নিয়েছি। তারা বর্তমানে সেনা সদরে সংযুক্ত আছেন। যা তারা ৯ অক্টোবর থেকে সংযুক্ত রয়েছেন।
কবীর আহাম্মাদের বিষয়ে মেজর জেনারেল মো. হাকিমুজ্জামান বলেন, তিনি ৯ অক্টোবর সকালে বাসা থেকে বের হয়েছেন। এরপর থেকে তিনি মিসিং।