আব্দুল্লাহ আল-মামুন : যশোর-১, (শার্শা) আসনে আওয়ামীলীগের প্রার্থী ও আসনটির টানা ৩ বারের বর্তমান এমপি আলহাজ্ব শেখ আফিল উদ্দিন ডিহি ইউনিয়নের ৯টি ওয়ার্ডে গণসংযোগ ও পথসভা করে নৌকা মার্কায় ভোট প্রার্থনা করেছেন। সোমবার দিনব্যাপী নির্বাচনী প্রচারণার শুরুতে ইউনিয়নটির সাড়াতলা বাজার ঈদগাহ প্রাঙ্গণে একটি পথসভা অনুষ্ঠিত হয়। সহস্রাধীক মানুষের সমাগমে পথসভাটি একপর্যায়ে বিশাল জনসভায় পরিণত হয়।

এ সময় ডিহি ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি গাজিউর রহমানের সভাপতিত্বে¡ পবিত্র কোরআন তেলোয়াত করেন স্থানীয় আওয়ামী লীগ নেতা নূর ইসলাম ডাক্তার। উক্ত পথসভায় শার্শা উপজেলা যুব মহিলালীগের সাধারণ সম্পাদক লিলিফুন নাহারের নেতৃত্ব শেখ আফিল উদ্দিন এমপিকে ফুলেল শুভেচ্ছা জানান। পর্যায়ক্রমে স্থানীয় আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ ফুলেল শুভেচ্ছা জানায়।

নির্বাচনী এ পথসভায় স্থানীয় নতুন ভোটার শারমিন আক্তার জানায়, আওয়ামীলীগ সরকার আমলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষ দেশ পরিচালনায় শেখ আফিল উদ্দিন এমপির হাত ধরে এখানে বহুতল ও বহু কক্ষ বিশিষ্ঠ সরকারি বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ কলেজ প্রতিষ্ঠিত হয়েছে। যার ঋণের দ্বায় থেকে গোড়পাড়াবাসী আজীবন নৌকা মার্কায় ভোট দিয়ে শেখ হাসিনাকে স্মরণে রাখবে।

এসময় নৌকার প্রার্থী শেখ আফিল উদ্দিন বলেন, একসময়ের ভূতুড়ে পল্লী গোড়পাড়াতে শতভাগ বাড়ীতে বিদ্যুতায়ন, স্থানীয় রাস্তা পাকাকরণ, অন্যান্য শিক্ষালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে উন্নয়ন করেছে তাতে এসকল উন্নয়ন যদি কথা বলতে পারতো তাহলে সেসকল প্রতিষ্ঠান বলতো আওয়ামীলীগের সরকার, বারবার দরকার। এজন্য, এখানকার নতুন প্রজন্মসহ সকল নাগরিকের ভোট নৌকা মার্কায় আসবে বলে তিনি বিশ্বাষ করে বলেন, প্রধানমন্ত্রী আপনাদেরকে সালাম জানিয়েছেন, আমি আপনাদের পৌঁছে দিলাম। সেসাথে ভোটের দিন নৌকা মার্কায় ভোট দিয়ে আপনারা প্রধানমন্ত্রীকে জানিয়ে দেবেন, আপনারা নৌকা মার্কায় ভোট দিয়ে আওয়ামীলীগের সভাপতি শেখ হাসিনাকে আবারও প্রধানমন্ত্রী নির্বাচিত করেছেন।

গোড়পাড়া বাসীর কাছ থেকে বিদায় নিয়ে তিনি গোকর্ণ ওয়ার্ডে নৌকার গণসংযোগ করেন। পথসভা করেন একসময়ের অবহেলিত ও বর্তমান উন্নয়নের মডেল গোকর্ণ-সাড়াতলা দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে। প্রবেশের মুখে মাদ্রাসার গেইটে কারুকার্যখঁিচিত আফিল উদ্দিনের প্রতিচ্ছবির মোড়ক উম্মোচন করেন তিনি। পথসভায় নৌকা প্রতীক দিয়ে শুভেচ্ছা জানান স্থানীয় ডাক্তার আনিছুর রহমান। ডিহি ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আইযুব খান, সাংগঠনিক সম্পাদক জালাল উদ্দিন প্রমুখ। এসময় নতুন ভোটাররা দলে দলে শেখ আফিল উদ্দিনকে ফুলের মালা পরিয়ে নৌকায় ভোট দেওয়ার অঙ্গিকার করেন। পথে পথে নৌকার জোয়ার দেখে আবেগে আপ্লুত হউন তিনি। বলেন, আওয়ামীলীগ সরকারের টানা ১৫ বছরে তিনি এমপি হিসেবে দ্বায়িত্ব পালনকালে সরকারের উন্নয়নখাতে বরাদ্ধকৃত একটি টাকারও অপব্যবহার করেননি। বরাদ্ধের শতভাগ ব্যবহার করেছেন এলাকার উন্নয়নের কাজে। যেকারণে এলাকার মানুষের নৌকার প্রতি এই প্রেম তাকে আবেগাপ্লুত করেছে। এবারের নির্বাচনে তিনি নৌকা মার্কায় আবারও বিজয়ী হলে এবং আওয়ামীলীগের সভাপতি শেখ হাসিনা আবারও প্রধানমন্ত্রী নির্বাচিত হলে শার্শা উপজেলাকে উন্নয়নের কারিশমা উপহার দেওয়া হবে।
প্রতিদিনের ন্যায় প্রত্যেকটি ইউনিয়নে টানা একদিন নির্বাচনী গণসংযোগ ও পথসভার ধারাবাহিকতায় তিনি ওয়াপদা বাজারে গণসংযোগ ও রঘুনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে পথসভা করেন। বীর মুক্তিযোদ্ধা মতিয়ার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভার শুরুতে পবিত্র কোরআন তেলোয়াত করেন স্থানীয় আওয়ামীলীগ নেতা আজিজুল ইসলাম।
পরে, আওয়ামীলীগের প্রার্থী শেখ আফিল উদ্দিনকে নৌকা উপহার দেয় স্থানীয়রা। সহস্রাধীক মানুষের উপস্থিতিতে পথসভায় বক্তব্য প্রদান করেন ডিহি ইউনিয়ন পরিষদের সদস্য জজ মিয়া, আলমগীর হোসেনসহ স্থানীয় আওয়ামীলীগের বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

এসময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ওসমান গণি, আজিমদ্দিন, জিন্নাহ প্রমুখ। এ পথসভা শেষে তিনি অসুস্থ শাজাহান মেম্বরের বাড়িতে যান এবং কূশল বিনিময় করেন।

পরে, কাশিপুর বাজারে আওয়ামীলীগ নেতা আব্দুল মান্নানের সভাপতিত্বে এক পথসভা করেন তিনি। এসময় কাশিপুর জান্নাতা খাতুন মহিলা মাদ্রাসার সুপার কামাল হোসেন পবিত্র কোরআন তেলোয়াত করেন। বক্তব্য প্রদাণ করেন সাবেক মেম্বার সিদ্দিক হোসেন, আওয়ামীলীগ নেতা আবু হানিফ, সামছুর খা, মফিজুর রহমান, শাওন, আব্দুস সামাদ প্রমুখ।
এখান থেকে ৭নং ওয়ার্ড বাউন্ডারিতে নৌকায় ভোট প্রাথর্ণা করে ব্যাপক গণসংযোগ করেন শেখ আফিল উদ্দিন। পরে, টেংরালী ওয়ার্ড আওয়ামীলীগের আয়োজনে পথসভা করেন। এ পথসভায় কোরআন তেলোয়াত করেন আওয়ামীলীগ নেতা সহিদুল ইসলাম। অত্র এলাকায় নৌকা মার্কায় ভোটের জোয়ারের কথা বর্ণণা করে বক্তব্য প্রদাণ করেন স্থানীয় আওয়ামীলীগ নেতা আবু বাক্কার সিদ্দিক, রেজাউল ইসলাম প্রমুখ।

টেংরালী থেকে শেখ আফিল উদ্দিন নৌকা মার্কার গণসংযোগ শেষে শালকোনা-শিববাস ১নং ওয়ার্ডে পথসভা করেন।
শালকোনা আওয়ামীলীগ নেতা সহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভার শুরুতে কোরআন তেলোয়াত করেন মাওলানা সহিদুল ইসলাম। এ এলাকায় নৌকার জয়-জয়কার জানিয়ে বক্তব্য প্রদাণ করেন যুবলীগ নেতা শরিফুল ইসলাম, সহিদুল ইসলাম শহীদ মেম্বার, আজিজুর রহমান মেম্বার, রফিকুল ইসলাম, রবিউল ইসলাম প্রমুখ।
একইদিন বিকেলে, নারিকেল বাড়িয়া ফুলসর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত বিশাল মানুষের সমাগমে অনুষ্ঠিত পথসভায় বক্তব্য প্রদাণ করেন শেখ আফিল উদ্দিন। তিনি নৌকা মার্কায় ভোট দিয়ে এলাকার উন্নয়নের ধারা অব্যাহত রাখার দাবি জানান।

এসময় স্থানীয়দের মধ্যে নৌকা মার্কার বিজয়ের বাণী শুনিয়ে বক্তব্য প্রদাণ করেন ফুলসর ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি হাজী জয়নাল আবেদীন, সাধারণ সম্পাদক ইমদাদুল হক ইমদাদ প্রমুখ।

পরে, ডিহি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত বিশাল পথসভায় শেখ আফিল উদ্দিনকে ফুলের নৌকা উপহার দিয়ে বিজয়ের কথা শোনায় স্থানীয়রা। আলামিন মেম্বরের সভাপতিত্বে অনুষ্ঠিত এ পথসভায় কোরআন তেলোয়াত করেন আওয়ামীলীগ নেতা ফজলুর রহমান।

দিনের শেষে রাতের প্রথম প্রহরে বাহাদুরপুর ইউনিয়নের ডুবপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে গ্রামবাসীদের সাথে গণসংযোগ করেন নৌকার প্রার্থী শেখ আফিল উদ্দিন। এখানকার দলীয় কোন্দল মিটিয়ে আওয়ামীলীগের সদস্যরা নৌকায় ভোট প্রার্থনা করেন। অঙ্গিকার করে বলেন, এখানে নৌকা ছাড়া অন্য কোন মার্কার ভোট নেই। নৌকার জোয়ারে এখন বাহাদুরপুর ইউনিয়ন। এ অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলোয়াত করেন হাফেজ বিল্লাল হোসেন। এসময় নৌকা বিজয়ের লক্ষ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদাণ করেন স্থানীয় যুবলীগ নেতা আব্দুর রাজ্জাক, আওয়ামীলীগ নেতা জামাত হোসেন, মশিয়ার রহমান, হবিবর রহমান প্রমুখ।

পরে শার্শা সদর ইউনিয়নের কামারবাড়ী মোড়ে শেখ রাসেল স্মৃতি সংসদে নৌকা মার্কার নির্বাচনী কার্যালয় উদ্বোধন ও উপস্থিতিদের কাছে ভোট প্রার্থনা করেন টানা ৩ বারের সংসদ সদস্য আলহাজ্ব শেখ আফিল উদ্দিন।

এসময় সাংসদ শেখ আফিল উদ্দিনের নির্বাচনী সফরসঙ্গী ছিলেন, শার্শা উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু, যশোর জেলা আওয়ামীলীগের শিক্ষা বিষয়ক সম্পাদক আসিফ উদ-দৌলা অলোক, দৈনিক স্পন্দন পত্রিকার নির্বাহী সম্পাদক মাহাবুব আলম লাবলু, শার্শা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোজাফফর হোসেন, শার্শা উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও যশোর জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আলহাজ্ব সালেহ আহমেদ মিন্টু, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ ইব্রাহিম খলিল, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আসাদ, কোষাধক্ষ ওয়াহিদুজ্জামান ওহিদ, শার্শা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলেয়া ফেরদৌস। শার্শা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির উদ্দিন আহমেদ তোতা, শার্শা পূজা উদযাপন পরিষদের সভাপতি বৈদ্যনাথ দাস, যুবলীগের সভাপতি অহিদুজ্জামান অহিদ, সাধারন সম্পাদক সোহরাব হোসেন, যুবলীগ নেতা জাহাঙ্গীর আলম, ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুর রহিম সরদারসহ উপজেলা আওয়ামীলীগের সকল সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।
দিনভর এ নির্বাচনী প্রচারণায় উপস্থিত থেকে সার্বিক কর্মকান্ডে সহযোগীতায় ছিলেন ডিহি ইউনিয়ন আওয়ামীলীগে সাংগঠনিক সম্পাদক আব্দুল জলিল, চেয়ারম্যান মুকুলসহ স্থানীয় আওয়ামীলীগের সকল সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।

বাহাদুরপুর ইউনিয়নের ডুবপাড়ায় এ নির্বাচনী পথসভায় উপস্থিত ছিলেন বাহাদুরপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পরিষদের চেয়ারম্যান মফিজুর রহমান, আওয়ামীলীগ নেতা বাদশা মল্লিক, আব্দুর রশিদ, বাহাদুরপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি আব্দুর রহমান তিতাস, যুবলীগ নেতা তরিকুল ইসলাম, ইব্রাহীম বিশ্বাষ, জুলহাস হোসেন, আমির হোসেনসহ স্থানীয় আওয়ামীলীগের সকল সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।