খুলনা বিভাগ, জেলার খবর, ধর্ম, যশোর | তারিখঃ ডিসেম্বর ২৫, ২০২৩ | নিউজ টি পড়া হয়েছেঃ 5995 বার
নওরোজ আফরিন।। যশোরের শার্শা ও ঝিকরগাছা উপজেলায় ব্যাপক উৎসাহ উদ্দীপনায় নেচে-গেয়ে খ্রিষ্ট ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বড়দিন পালিত হয়েছে।
সোমবার সকালে কেক কেটে, বাইবেল থেকে পাঠ করে ও মানুষের মঙ্গল কামনায় প্রার্থনার মধ্য দিয়ে দিনটি শুরু করেন খ্রিস্টান ধর্মাবলম্বীরা।
বড়দিন উপলক্ষে ঝিকরগাছার জগনন্দকাঠি ও শিমুলিয়া গির্জাসহ জেলার সব গির্জায় ছিল নানা আয়োজন; সাজানো হয়েছে ফুল, আলোকসজ্জা এবং ক্রিসমাস ট্রি দিয়ে।
বানানো হয় যিশু খ্রিস্ট্রের জন্মের ঘটনার প্রতীক গোশালা। আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠানেরও।
শার্শার উলাশী ও ঝিকরগাছা উপজেলার নোয়াপাড়া গ্রামের মহাদূত মাইকেলের গির্জায় আলোচনায় অংশ নেন রেভা ফাদার মারচের্ল এস এক্স।
এ সময় বক্তারা যিশু খ্রিস্ট্রের জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন।পরে আগত ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়।
প্রার্থনা অনুষ্ঠানে আসা শীলা দাস (২০) জানালেন, সারা বছর যেন সবাই ভালো এবং সুস্থ থাকে এ প্রার্থনা করেছেন ঈশ্বরের কাছে।
অন্তরা দাস (৩৪) বলেন, “আজ সারাদিন প্রিয়জনদের শুভেচ্ছা জানাব,ভাল খাওয়া-দাওয়া ও ঘোরাঘুরি করে সময় কাটাব।
“বছরের প্রতিটি দিন প্রিয়জনদের সঙ্গে ভালোভাবে কাটানোর প্রত্যাশা করি।”
প্রতাপ সরকার স্ত্রী আর ছেলেকে নিয়ে নোয়াপাড়া গ্রামের মহাদূত মাইকেলের গির্জায় প্রার্থনা করতে এসেছিলেন; প্রার্থনা শেষে কথা হয় তার সঙ্গে।
তিনি বলেন, “যিশু খ্রিষ্টের জন্মদিন আমাদের উৎসবের দিন,প্রার্থনার দিন। প্রার্থনার সময় নিজের,পরিবারের এবং সকল মানুষের মঙ্গল কামনা করেছি।”