খুলনা বিভাগ, জেলার খবর, যশোর | তারিখঃ ডিসেম্বর ১৮, ২০২৩ | নিউজ টি পড়া হয়েছেঃ 554 বার
এসএম স্বপন: বেনাপোলে ১৯৯০ পিচ ইয়াবা ও একটি পালসার মোটরসাইকেল সহ জিয়াউর রহমান (৪০) নামে এক মাদক কারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।
সোমবার (১৮ ডিসেম্বর) সকালে যশোর-বেনাপোল মহাসড়কের আমড়াখালী বিজিবি চেকপোস্ট এলাকা থেকে তাকে আটক করা।
আসামী জিয়াউর বেনাপোল পোর্ট থানার বড়আঁচড়া গ্রামের মৃত আদম আলীর ছেলে।
বিজিবি জানায়, মাদক কারবারিরা মাদকের চালান পাচার করবে, এমন গোপণ খবরে, সুবেদার ফয়জুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে চেকপোস্ট এলাকায় গোপন অবস্থান নেয়। এমন সময় যশোরগামী একটি মটর সাইকেল ওই এলাকায় আসলে, তাকে থামতে বলা হয়। কিন্তু ওই মোটরসাইকেল আরোহী না থেমে পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়। পরে, তাকে তল্লাশি করলে তার শরীরে বিশেষ কায়দায় লুকানো ১৯৯০ পিচ ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।
যার বর্তমান মূল্য ৫ লাখ ৯৭ হাজার(পাঁচ লাখ সাতানব্বই হাজার) টাকা এবং মটর সাইকেলের মূল্য-১ লাখ ৮০ হাজার টাকা (এক লাখ আশি হাজার) টাকা। সর্বমোট- ৭ লাখ ৭৭ হাজার (সাত লাখ সাতাত্তর হাজার) টাকা !
আসামি আসামির বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে তাকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হবে বলে জানান বিজিবি।