জেলার খবর, ময়মনসিংহ, ময়মনসিংহ বিভাগ | তারিখঃ ডিসেম্বর ১, ২০২৩ | নিউজ টি পড়া হয়েছেঃ 2900 বার
বিল্লাল হোসেন, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি।। ময়মনসিংহের ভালুকায় শুক্রবার সকাল সাড়ে ১১ টার দিকে একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সাথে ধাক্কা লেগে আফাজ উদ্দীন (৪০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
দূর্ঘনাটি ঘটেছে বাটাজোর আমতলী নামকস্থান। নিহত আফাজ উদ্দীন বাটাজোড় গিলাচালা এলাকার মৃত কছিম উদ্দীনের ছেলে।
স্থানীয়রা জানায়, ঘটনার সময় দ্রুতগতিতে মোটরসাইকেলটি চালিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সাথে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই আফাজ উদ্দিনের মৃত্যু হয়।
ভালুকা মডেল থানা পুলিশের এস.আই আব্দুল করিম জানান খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যাই। মোটরসাইকেলটি জব্দ করে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে।