খুলনা বিভাগ, জেলার খবর, যশোর | তারিখঃ নভেম্বর ২৩, ২০২৩ | নিউজ টি পড়া হয়েছেঃ 1980 বার
নিজস্ব প্রতিবেদক : আন্তর্জাতিক সিমান্ত চেকপোস্ট বেনাপোল দিয়ে ভারতগামী দেশি-বিদেশি যাত্রীদের সঙ্গে ভ্রমণকর জালিয়াতি ও প্রতারণার অভিযোগে ১০টি দোকানে তালা দিয়েছে পুলিশ।
বুধবার ভোরে চালানো এ অভিযানের খবর পেয়ে দোকানিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানিয়েছেন বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন ভূঁইয়া।
ভারতগামী শারমিন আক্তার ও জাকির হোসেনের কাছ থেকে প্রতারণা করে ১০ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগে এ অভিযান চালানো হয়েছে বলে তিনি জানান।
স্থানীয়রা জানায়, চেকপোস্টে বিভিন্ন নামে এন্টারপ্রাইজ শতাধিক সাইনবোর্ড ঝুলিয়ে পাসপোর্ট দালালীসহ ভ্রমণকর জাল-জালিয়াতির ব্যবসা করে আসছে। এসব প্রতারণার অভিযোগে আগেও একাধিকবার এসব দোকানে তালা ঝুলিয়ে কয়েকজনকে আটক করেছিল আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। পরে ছাড়া পেয়ে তারা ফের এ ধরনের প্রতারণায় জড়িয়ে পড়েন।
বেনাপোলে ভ্রমণকর জালিয়াতির অভিযোগে ১০ দোকানে তালা
সবশেষ প্রতারণার অভিযোগে চৌধুরী মার্কেটের রবিউল ইসলামের মধুমতি স্টোর, ইবাদত হোসেন, মফিজুর রহমান, আমিন উদ্দিন মসজিদ মার্কেটের ইয়ামিন, ঢাকা হোটেলের পেছনে রিংকু মিয়া, রাজলক্ষ্মী স্টোরের মুসা, রেজাউল মার্কেটের মিলন, হোটেল ফ্রেসের পাশে শহিদুলের দোকান তালা ঝুলিয়ে দেয় প্রশাসন।
পুলিশ জানায়, বেনাপোল বাসস্ট্যান্ড, রেলওয়ে স্টেশন ও বন্দর প্যাসেঞ্জার টার্মিনালের সামনে থেকে দ্রুত পাসপোর্টের আনুষ্ঠানিকতা সেরে দেওয়ার কথা বলে যাত্রীদের নিয়ে যায় প্রতারক চক্রটি। পরে তাদের কাছ থেকে টাকা নিয়ে ‘জাল ভ্রমণকর’ রশিদ তৈরি কিংবা যাত্রীদের সঙ্গে থাকা টাকার নম্বর লেখার কথা বলে অর্থ হাতিয়ে নিত তারা।
চক্রটির কেউ দোকানের নাম ব্যবহার করে কেউবা নামবিহীন ঘরে বসে প্রতারণা কার্যক্রম চালাত বলে জানায় পুলিশ।
ওসি কামাল হোসেন জানান, যাত্রীদের সঙ্গে প্রতারণার অভিযোগ পেয়ে চেকপোস্ট এলাকার ১০টি দোকানে তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে। যাত্রীদের নিরাপত্তায় এমন অভিযান চলমান থাকবে।
তিন মাস আগে চেকপোস্টে কোভিড-১৯ এর ভ্যাকসিন সনদ জালিয়াতি, যাত্রী হয়রানিসহ একাধিক অভিযোগে শাওন এন্টারপ্রাইজের দোকানে তালা দিয়েছিল পুলিশ।
পুলিশ জানায়, বেনাপোল বাসস্ট্যান্ড, রেলওয়ে স্টেশন ও বন্দর প্যাসেঞ্জার টার্মিনালের সামনে থেকে দ্রুত পাসপোর্টের আনুষ্ঠানিকতা সেরে দেওয়ার কথা বলে যাত্রীদের নিয়ে যায় প্রতারক চক্রটি। পরে তাদের কাছ থেকে টাকা নিয়ে ‘জাল ভ্রমণকর’ রশিদ তৈরি কিংবা যাত্রীদের সঙ্গে থাকা টাকার নম্বর লেখার কথা বলে অর্থ হাতিয়ে নিত তারা।
চক্রটির কেউ দোকানের নাম ব্যবহার করে কেউবা নামবিহীন ঘরে বসে প্রতারণা কার্যক্রম চালাত বলে জানায় পুলিশ।
ওসি কামাল হোসেন জানান, যাত্রীদের সঙ্গে প্রতারণার অভিযোগ পেয়ে চেকপোস্ট এলাকার ১০টি দোকানে তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে। যাত্রীদের নিরাপত্তায় এমন অভিযান চলমান থাকবে।
তিন মাস আগে চেকপোস্টে কোভিড-১৯ এর ভ্যাকসিন সনদ জালিয়াতি, যাত্রী হয়রানিসহ একাধিক অভিযোগে শাওন এন্টারপ্রাইজের দোকানে তালা দিয়েছিল পুলিশ।