জাতীয় সংবাদ | তারিখঃ অক্টোবর ২৯, ২০২৩ | নিউজ টি পড়া হয়েছেঃ 1744 বার
নিজস্ব প্রতিবেদক : আজ রবিববার সারা দেশে বিএনপি-জামায়াতের ডাকা সকাল-সন্ধ্যা হরতাল চলছে। শনিবার নয়াপল্টনে সমাবেশকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষের পর এ সিদ্ধান্ত নেয় দল দুটি।
সকাল থেকে বিভিন্ন জেলা থেকে কোনো বাস ঢাকায় ঢুকছে বলে খবর পাওয়া যায়নি। সকাল ৮টার দিকে দেখা গেছে মহাখালী বাস টার্মিনালে দূরপাল্লার সব বাস সারি সারি করে সাজিয়ে রাখা হয়েছে। তবে রাজধানীর ভেতরে সীমিত আকারে কিছু বাস চলতে দেখা গেছে। মানুষ সিএনজি, রিকশা, মোটরসাইকেল ও পায়ে হেঁটে নিজনিজ কর্মস্থলে যাচ্ছে।
রোববার (২৯ অক্টোবর) ভোর ৬টা থেকে শুরু হওয়া কর্মসূচি শেষ হবে সন্ধ্যা ৬টায়। তবে এখন পর্যন্ত হরতালের সমর্থনে মিছিল বা সমাবেশের কোনো খবর পাওয়া যায়নি। রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
দিনের শুরুতেই কর্মজীবীরা নিজ নিজ গন্তব্যে বের হয়েছেন। সড়কে গাড়ি চলাচল করছে, তবে স্বাভাবিকের তুলনায় কিছুটা কম।
এদিকে, হরতালের নামে অরাজকতা করলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার হাবিবুর রহমান।
এর আগে শনিবার (২৮ অক্টোবর) নয়াপল্টনে সমাবেশ স্থলে পুলিশের সঙ্গে সংঘর্ষের পর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই হরতালের ডাক দেন। পরে দলের পক্ষ থেকেও সংবাদ বিজ্ঞপ্তি পাঠিয়ে হরতালের বিষয়টি নিশ্চিত করা হয়।
অন্যদিকে বিএনপি-জামায়াতের ডাকা হরতালে যানবাহন চালানোর ঘোষণা দিয়েছে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি।
এছাড়া, আজ সারা দেশে আওয়ামী লীগ শান্তি সমাবেশ করবে বলে জানান দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।