০৪:৩৪ অপরাহ্ন, সোমবার, ১২ মে ২০২৫

ঝিকরগাছার আশিংড়ী সরকারি রাস্তা থেকে লক্ষাধিক টাকার গাছ কাটার অভিযোগ

নিউজ ডেস্ক

স্টাফ রিপোর্টার।। যশোরের ঝিকরগাছার আশিংড়ী গ্রামে সরকারি রাস্তার পাশ থেকে লক্ষাধিক টাকার গাছ কেটে নেওয়ার অভিযোগ উঠেছে জয়নুর ইসলাম (৪৫) নামে এক ব্যক্তির বিরুদ্ধে।

শনিবার (১০ই মে) সকালে ৭টি মেহগনি গাছ কেটে পাশের জমিতে ফেলে রাখা হয়েছে। জয়নুর ইসলাম আশিংড়ী গ্রামের আব্দুস সামাদের ছেলে।

সরেজমিনে সরেজমিনে যেয়ে জানা যায়, আশিংড়ী গ্রামে সরকারি রাস্তার গাছ জমির মালিক (জয়নুল ইসলাম) নিজের হাতে রোপণ করা করেছে বলে অবাধে গাছ কাটছেন। স্থানীয়রা বাঁধা দিলেও তাদের এ বাঁধায় কোনো কর্ণপাত না করে এরই মধ্যে ৭টি গাছ কেটে ফেলেছে জয়নুর।

অপরদিকে জয়নুর ইসলাম দাবি করে বলেন, এই গাছগুলো আমি আমার জমিতে রোপণ করেছিলাম, এখন বলছে এই গাছ সরকারের, এই রাস্তা সরকারি, আমি মানি না। রাস্তা আমাদের জমির উপর দিয়ে, গাছ আমার লাগানো তাই আমি কাটছি, যে যা পারে করুক আমরা না দিলে রাস্তা ও হবেনা বলে স্থানীয় বিএনপি নেতাদের ডেকে নিয়ে আসলে, স্থানীয় বিএনপি নেতা নুর মোহাম্মদ ও তার সাথে থাকা নেতারা বলেন আপনারা কারা, কেনো এসেছেন, প্রশাসন আসুক, আপনারা যা করতে পারেন করেন, ওটা আমরা দেখব সাংবাদিকদের হুমকিও দেন।

শিওরদাহ ইউনিয়ন ভূমি অফিসের অফিস সহায়ক বলেন, এই গাছকাটার আমরা কোন অভিযোগ পাইনি, তবে এগন আপনাদের ফোন পেয়ে জানলাম, আমি খোজ নিয়ে দেখছি গাছ যদি সরকারি রাস্তার ওপর হয় তাহলে অবশ্যই ব্যবস্থা নিব।
ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ বাবলুর রহমান খান বলেন, সরকারি রাস্তার গাছ কাটার খবর শুনে পুলিশ পাঠিয়ে গাছ কাটা বন্ধ করে রাখা হয়েছে।

ঝিকরগাছা উপজেলা নির্বাহী অফিসার ভূপালী সরকার বলেন, সরকারি রাস্তার পাশ থেকে গাছ কাটার কোনো সুযোগ নেই। কেউ যদি এ ধরনের কাজ করে থাকে তবে তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

আপডেট: ০৮:৪৮:৪৪ অপরাহ্ন, রবিবার, ১১ মে ২০২৫
৭৩

ঝিকরগাছার আশিংড়ী সরকারি রাস্তা থেকে লক্ষাধিক টাকার গাছ কাটার অভিযোগ

আপডেট: ০৮:৪৮:৪৪ অপরাহ্ন, রবিবার, ১১ মে ২০২৫

স্টাফ রিপোর্টার।। যশোরের ঝিকরগাছার আশিংড়ী গ্রামে সরকারি রাস্তার পাশ থেকে লক্ষাধিক টাকার গাছ কেটে নেওয়ার অভিযোগ উঠেছে জয়নুর ইসলাম (৪৫) নামে এক ব্যক্তির বিরুদ্ধে।

শনিবার (১০ই মে) সকালে ৭টি মেহগনি গাছ কেটে পাশের জমিতে ফেলে রাখা হয়েছে। জয়নুর ইসলাম আশিংড়ী গ্রামের আব্দুস সামাদের ছেলে।

সরেজমিনে সরেজমিনে যেয়ে জানা যায়, আশিংড়ী গ্রামে সরকারি রাস্তার গাছ জমির মালিক (জয়নুল ইসলাম) নিজের হাতে রোপণ করা করেছে বলে অবাধে গাছ কাটছেন। স্থানীয়রা বাঁধা দিলেও তাদের এ বাঁধায় কোনো কর্ণপাত না করে এরই মধ্যে ৭টি গাছ কেটে ফেলেছে জয়নুর।

অপরদিকে জয়নুর ইসলাম দাবি করে বলেন, এই গাছগুলো আমি আমার জমিতে রোপণ করেছিলাম, এখন বলছে এই গাছ সরকারের, এই রাস্তা সরকারি, আমি মানি না। রাস্তা আমাদের জমির উপর দিয়ে, গাছ আমার লাগানো তাই আমি কাটছি, যে যা পারে করুক আমরা না দিলে রাস্তা ও হবেনা বলে স্থানীয় বিএনপি নেতাদের ডেকে নিয়ে আসলে, স্থানীয় বিএনপি নেতা নুর মোহাম্মদ ও তার সাথে থাকা নেতারা বলেন আপনারা কারা, কেনো এসেছেন, প্রশাসন আসুক, আপনারা যা করতে পারেন করেন, ওটা আমরা দেখব সাংবাদিকদের হুমকিও দেন।

শিওরদাহ ইউনিয়ন ভূমি অফিসের অফিস সহায়ক বলেন, এই গাছকাটার আমরা কোন অভিযোগ পাইনি, তবে এগন আপনাদের ফোন পেয়ে জানলাম, আমি খোজ নিয়ে দেখছি গাছ যদি সরকারি রাস্তার ওপর হয় তাহলে অবশ্যই ব্যবস্থা নিব।
ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ বাবলুর রহমান খান বলেন, সরকারি রাস্তার গাছ কাটার খবর শুনে পুলিশ পাঠিয়ে গাছ কাটা বন্ধ করে রাখা হয়েছে।

ঝিকরগাছা উপজেলা নির্বাহী অফিসার ভূপালী সরকার বলেন, সরকারি রাস্তার পাশ থেকে গাছ কাটার কোনো সুযোগ নেই। কেউ যদি এ ধরনের কাজ করে থাকে তবে তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।