চাঁপাইনবাবগঞ্জ, জেলার খবর, রাজশাহী বিভাগ | তারিখঃ অক্টোবর ২১, ২০২৩ | নিউজ টি পড়া হয়েছেঃ 1494 বার
নুরতাজ আলম : সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দূর্গাপূজা উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে পণ্য আমদানি-রফতানি ৫ দিনের জন্য বন্ধ থাকবে। শনিবার (২১ অক্টোবর) ২০২৩ ইং থেকে আগামী বুধবার (২৫ শে অক্টোবর) ২০২৩ইং পর্যন্ত এ বন্দরের সকল ব্যবসায়ী কার্যক্রম বন্ধ থাকবে।
সোনামসজিদ স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক আলহাজ্ব মাওলানা মামুন আর রশিদ জানান, শারlদীয় দূর্গাপূজা উপলক্ষে ছুটি ঘোষণা করায় ২১ অক্টোবর থেকে ২৫শে অক্টোবর পর্যন্ত টানা ৫ দিন মহদিপুর স্থলবন্দরে সব ধরনের কাজ বন্ধ থাকবে। আগামী ২৬ অক্টোবর থেকে যথারীতি এই বন্দর দিয়ে আমদানি-রফতানি কার্যক্রম শুরু হবে।
ভারতের মহদিপুর স্থলবন্দর এক্সপোর্ট এসোসিয়েশনের সভাপতি মোঃ ফজলু হক স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে এ তথ্য জানানো হয়। প্রেক্ষিতে দুই দেশের মধ্যে পণ্য আমদানি-রফতানি বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
পূজা উপলক্ষে আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকলেও বন্দরের অন্যান্য কার্যক্রম স্বাভাবিক থাকবে।