আশরাফ ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষায় যুবরাজের একক সাফল্য
সাব্বির হোসেন ঝিকরগাছা (যশোর) : আশরাফ ওয়েলফেয়ার ফাউন্ডেশন আয়োজিত ২০২৪ সালের বৃত্তি পরীক্ষায় ঝিকরগাছা উপজেলার সরকারি এমএল মডেল হাইস্কুলের শিক্ষার্থী যুবরাজ এককভাবে বৃত্তি অর্জন করেছে।
বিদ্যালয় থেকে কেবলমাত্র তিনিই এ বছর বৃত্তিপ্রাপ্ত হওয়ার গৌরব অর্জন করেন। তার এ কৃতিত্বে বিদ্যালয়, পরিবার ও স্থানীয় এলাকাবাসীর মধ্যে আনন্দের আমেজ বিরাজ করছে।
বিদ্যালয় সূত্রে জানা যায়, প্রতিবছর আশরাফ ওয়েলফেয়ার ফাউন্ডেশন যশোর জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে মেধা যাচাইমূলক বৃত্তি পরীক্ষা আয়োজন করে। গত ২৬ ডিসেম্বর অনুষ্ঠিত পরীক্ষায় প্রায় তিন শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। প্রতিযোগিতামূলক এ পরীক্ষায় ঝিকরগাছা উপজেলার ৫৭ জন শিক্ষার্থীর মধ্যে সরকারি এমএল মডেল হাইস্কুলের একমাত্র প্রতিনিধি হিসেবে যুবরাজ সফলভাবে বৃত্তি অর্জন করে বিদ্যালয়ের সুনাম বৃদ্ধি করে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান আজাদ বলেন, “ যুবরাজ আমাদের বিদ্যালয়ের গর্ব। ছোটবেলা থেকেই সে অধ্যবসায়ী ও মনোযোগী। তার এই সাফল্য অন্যান্য শিক্ষার্থীদেরও অনুপ্রাণিত করবে। আমরা আশা করি, সে আগামীতেও সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখবে এবং দেশের গর্ব হয়ে উঠবে।”
পুত্রের এ সাফল্যে উচ্ছ্বসিত যুবরাজের বাবা’ মাস্টার আশরাফুজ্জামান বাবু, যিনি ঝিকরগাছা রিপোর্টার্স ক্লাব ও ঝিকরগাছা উপজেলার অরাজনৈতিক জনপ্রিয় স্বেচ্ছাসেবী সংগঠন সেবা’র প্রতিষ্ঠাতা ও বর্তমানে সভাপতি, তিনি বলেন আল্লাহর অশেষ রহমত এবং শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টায় যুবরাজ আজকের এ অর্জন করেছে। আমরা তার সুন্দর ভবিষ্যতের জন্য সকলের কাছে দোয়া কামনা করছি।”
পরিবারের অন্যান্য সদস্যরাও যুবরাজের এ কৃতিত্বে আনন্দ প্রকাশ করে বলেন, মেধা ও পরিশ্রমের মাধ্যমে ছেলেটি ছোটবেলা থেকেই এগিয়ে চলেছে। তার মেধার বিকাশে পরিবার সবসময় পাশে থাকবে বলে জানান তারা।
ভবিষ্যৎ পরিকল্পনা প্রসঙ্গে যুবরাজ জানায়, উচ্চশিক্ষা সম্পন্ন করে দেশের সেবায় নিজেকে নিয়োজিত করার ইচ্ছা তার। বিশেষ করে শিক্ষা ও প্রশাসন খাতে গুরুত্বপূর্ণ অবদান রাখার স্বপ্ন দেখে সে। সেই লক্ষ্যে নিজেকে প্রস্তুত করতে পড়ালেখার পাশাপাশি নৈতিক উৎকর্ষ সাধনেও সচেষ্ট রয়েছে।
বিদ্যালয় কর্তৃপক্ষ মনে করে, যুবরাজের এই অর্জন বিদ্যালয়ের সার্বিক শিক্ষার মানোন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে। তার ভবিষ্যৎ সাফল্যের জন্য তারা সর্বাত্মক সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছেন।