ফারাক্কা অভিমুখে আবারো লংমার্চ হবে : মোমিন মেহেদী
প্রেস বিজ্ঞপ্তি : নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী বলেছেন, যখন যে সরকার ক্ষমতায় এসেছে ফারাক্কা ইস্যু এড়িয়ে গেছেন, এবার ফারাক্কা সমস্যা সমাধানের দাবিতে ফারাক্কা অভিমুখে আবারো লংমার্চ হবে। সেই লংমার্চ থেকে ভারতের ‘র’-এর এজেন্টদের তালিকা প্রকাশ ও বিচারের দাবি জানানো হবে। আমরা এই লংমার্চে মওলানা ভাসানীর সেই লংমাচের মত সাধারণ মানুষের অংশগ্রহণ দেখতে পাবো ইনশাল্লাহ।
২৮ এপ্রিল সকালে ২৭/৭ তোপখানা রোডস্থ বিজয় মিলনায়তনে অনুষ্ঠিত ‘ফারাক্কা এবং সীমান্ত সমস্যা সমাধানে করণীয়’ শীর্ষক আলোচনা সভায় তিনি উপরোক্ত কথা বলেন। এসময় তিনি সাম্প্রতিক সময়ের পাশাপাশি স্বাধীনতার পর থেকে সীমান্ত হত্যা, মাদক চোরাচালান এবং পানি হিস্যা সমস্যায় কোটি কোটি মানুষ ক্ষতিগ্রস্থ হয়েছে; অথচ কোনো সরকারই সঠিক পদক্ষেপ নেয়নি; এমনকি চলমান সরকারও নেয়নি; যা কেবল ক্ষমতায় থাকবার প্রত্যয়কেই প্রমাণ করে।
আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রেসিডিয়াম মেম্বার রাজ্জাক সিকদার, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভাইস চেয়ারম্যান নবারুণ দাশ, ভারপ্রাপ্ত মহাসচিব নিপুন মিস্ত্রী প্রমুখ। এসময় মোমিন মেহেদী দেশ বাঁচানোর জন্য নিবেদিত থেকে নতুন প্রজন্মের প্রকৃত প্রতিনিধিদেরকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।