১২:১৫ অপরাহ্ন, সোমবার, ১৪ এপ্রিল ২০২৫

যশোরে যৌথ অভিযানে মাদক ও দেশীয় অস্ত্রসহ ৪ কিশোর আটক

নিউজ ডেস্ক

সাব্বির হোসেন, যশোর : যশোর শহরের খড়কী এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে যৌথ অভিযান চালিয়ে মাদক ও দেশীয় অস্ত্রসহ চার কিশোরকে আটক করেছে সেনাবাহিনী, র‍্যাব-৬ এবং জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। রোববার (৭ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত এই অভিযান পরিচালনা করা হয়।

বিশ্বস্ত সূত্রে জানা গেছে, খড়কী এলাকায় দীর্ঘদিন ধরে একটি কিশোর চক্র মাদক ব্যবসা ও সন্ত্রাসী কার্যকলাপে জড়িত ছিল। বিষয়টি নজরে আসার পর গোপন সংবাদের ভিত্তিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর সমন্বয়ে এই অভিযান পরিচালিত হয়।

অভিযানকালে আটক চার কিশোর হলো—সাদিক (১৮), পিতা শাহিন; সোহেল (১৬), পিতা মোহাম্মদ আলী; শান্ত আহমেদ (১৬), পিতা ইদ্রিস; এবং খালেদ (১৭), পিতা শহিদুল ইসলাম। তারা সকলেই খড়কী এলাকার স্থায়ী বাসিন্দা।

অভিযানে তাদের কাছ থেকে দেশীয় তৈরি ৬টি ধারালো দা, ছোট আকারের ৩০-৩৫টি কাগজে মোড়ানো গাজার প্যাকেট এবং একটি পাসপোর্ট উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, উদ্ধারকৃত দাগুলো সন্ত্রাসী কার্যকলাপে ব্যবহারের জন্যই সংরক্ষণ করা হয়েছিল।

যশোর সেনানিবাস সূত্র জানিয়েছে, মাদক ও অস্ত্র সংশ্লিষ্ট অপরাধ দমনে যৌথ বাহিনীর ধারাবাহিক অভিযান চলমান রয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে তাদের যশোর কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে।

এদিকে এই অভিযানকে ঘিরে খড়কী এলাকার বাসিন্দাদের মাঝে স্বস্তি ফিরে এসেছে। এলাকাবাসী জানান, দীর্ঘদিন ধরেই ওই অঞ্চলে কিশোর গ্যাংয়ের আধিপত্য ছিল। তারা এই অভিযানকে স্বাগত জানিয়ে ভবিষ্যতেও এর ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানান।

উল্লেখ্য, যশোর শহর সম্প্রতি কিশোর অপরাধ, মাদক ব্যবসা ও ছিনতাইয়ের জন্য উদ্বেগজনক হারে আলোচনায় এসেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ধারাবাহিক তৎপরতাই এই অবস্থা পরিবর্তনের একমাত্র পথ বলে মনে করছেন সচেতন নাগরিকরা।

Please Share This Post in Your Social Media

আপডেট: ০২:৪৮:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ এপ্রিল ২০২৫
১৫৫

যশোরে যৌথ অভিযানে মাদক ও দেশীয় অস্ত্রসহ ৪ কিশোর আটক

আপডেট: ০২:৪৮:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ এপ্রিল ২০২৫

সাব্বির হোসেন, যশোর : যশোর শহরের খড়কী এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে যৌথ অভিযান চালিয়ে মাদক ও দেশীয় অস্ত্রসহ চার কিশোরকে আটক করেছে সেনাবাহিনী, র‍্যাব-৬ এবং জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। রোববার (৭ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত এই অভিযান পরিচালনা করা হয়।

বিশ্বস্ত সূত্রে জানা গেছে, খড়কী এলাকায় দীর্ঘদিন ধরে একটি কিশোর চক্র মাদক ব্যবসা ও সন্ত্রাসী কার্যকলাপে জড়িত ছিল। বিষয়টি নজরে আসার পর গোপন সংবাদের ভিত্তিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর সমন্বয়ে এই অভিযান পরিচালিত হয়।

অভিযানকালে আটক চার কিশোর হলো—সাদিক (১৮), পিতা শাহিন; সোহেল (১৬), পিতা মোহাম্মদ আলী; শান্ত আহমেদ (১৬), পিতা ইদ্রিস; এবং খালেদ (১৭), পিতা শহিদুল ইসলাম। তারা সকলেই খড়কী এলাকার স্থায়ী বাসিন্দা।

অভিযানে তাদের কাছ থেকে দেশীয় তৈরি ৬টি ধারালো দা, ছোট আকারের ৩০-৩৫টি কাগজে মোড়ানো গাজার প্যাকেট এবং একটি পাসপোর্ট উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, উদ্ধারকৃত দাগুলো সন্ত্রাসী কার্যকলাপে ব্যবহারের জন্যই সংরক্ষণ করা হয়েছিল।

যশোর সেনানিবাস সূত্র জানিয়েছে, মাদক ও অস্ত্র সংশ্লিষ্ট অপরাধ দমনে যৌথ বাহিনীর ধারাবাহিক অভিযান চলমান রয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে তাদের যশোর কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে।

এদিকে এই অভিযানকে ঘিরে খড়কী এলাকার বাসিন্দাদের মাঝে স্বস্তি ফিরে এসেছে। এলাকাবাসী জানান, দীর্ঘদিন ধরেই ওই অঞ্চলে কিশোর গ্যাংয়ের আধিপত্য ছিল। তারা এই অভিযানকে স্বাগত জানিয়ে ভবিষ্যতেও এর ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানান।

উল্লেখ্য, যশোর শহর সম্প্রতি কিশোর অপরাধ, মাদক ব্যবসা ও ছিনতাইয়ের জন্য উদ্বেগজনক হারে আলোচনায় এসেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ধারাবাহিক তৎপরতাই এই অবস্থা পরিবর্তনের একমাত্র পথ বলে মনে করছেন সচেতন নাগরিকরা।