ঐতিহ্যবাহী বিএম হাই স্কুল মাঠ দখলের চেষ্টা, রাতের আঁধারে মাটি ভরাট!
সাব্বির হোসেন: যশোরের ঝিকরগাছা উপজেলার প্রাণকেন্দ্রে অবস্থিত ঐতিহ্যবাহী বিএম হাই স্কুল মাঠ সম্প্রতি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে। জানা গেছে, মাঠের একাংশে এক ব্যক্তি নিজ মালিকানা দাবি করে রাতের আঁধারে মাটি ভরাট ও সীমানা প্রাচীর নির্মাণের চেষ্টা চালিয়েছেন।
উল্লেখ্য, এই মাঠটি দীর্ঘদিন ধরেই দুই ঈদের প্রধান জামায়াতসহ নানা ধর্মীয় ও সামাজিক কর্মকাণ্ডের জন্য ব্যবহার হয়ে আসছে। এটি শুধুমাত্র একটি খেলার মাঠ নয়, বরং ঝিকরগাছাবাসীর সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতীক।
স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েক মাস পূর্বেও একবার একই ধরনের দখলচেষ্টা হয়েছিল। তখন স্থানীয় সচেতন মহল ও রাজনৈতিক নেতাদের প্রতিবাদের মুখে নির্মিত সীমানা প্রাচীর ভেঙে দেওয়া হয় এবং উচ্ছেদ কার্যক্রমও পরিচালিত হয়। তবে সম্প্রতি ফের রাতের আঁধারে মাটি ফেলে জায়গাটি দখল করার পাঁয়তারা চলছে বলে অভিযোগ উঠেছে।
এ বিষয়ে স্থানীয় এক সাংবাদিক বলেন, “যখন পৌরসভা কর্তৃপক্ষ মাঠের সৌন্দর্য বৃদ্ধিতে পরিস্কার-পরিচ্ছন্নতা ও রাস্তা উন্নয়নের কাজ করছিল, তখন তো জমির মালিকপক্ষ কোথাও ছিল না। এখন কেন রাতের আঁধারে দখলের চেষ্টা?”
স্থানীয়দের মতে, বিএম হাই স্কুল মাঠের পুরো জায়গাটিই বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের দানকৃত জমির উপর প্রতিষ্ঠিত। স্কুল কর্তৃপক্ষের নিজের কেনা জায়গা নয়। এমন অবস্থায় একের পর এক জমির মালিকানা দাবি উঠতে থাকলে মাঠটির অস্তিত্বই হুমকির মুখে পড়বে।
এদিকে ঘটনাটি নিয়ে ঝিকরগাছা উপজেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। সচেতন মহল দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপ এবং আলোচনার মাধ্যমে সুষ্ঠু সমাধানের দাবি জানিয়েছেন।