শিরোনাম:
ঝিকরগাছায় মোবাইল কোর্ট পরিচালনা করে ৫০ হাজার টাকা জরিমানা আদায়
স্টাফ রিপোর্টার : যশোরের ঝিকরগাছায় অবৈধভাবে মাটিকাটা ও বালু উত্তোলনের জন্য মোবাইল কোর্ট পরিচালনা করে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করেছেন ঝিকরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা ভুপালী সরকার।
সোমবার (২৮ এপ্রিল) বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী মাগুরা ইউনিয়নের মাগুরা নিউমার্কেট এলাকায় চৌগাছা উপজেলার পলুয়া গ্রামের শফিকুল ইসলামের ছেলে সোহেল রানা ও ঝিকরগাছা উপজেলার মাগুরা ইউনিয়নের মনজুরুল হক কালুর ছেলে মো: আসাদুল ইসলামকে ৫০০০০ টাকা অর্থদন্ড, অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
ভ্রাম্যমান আদালত পরিচালনা করার সময় সংশ্লিষ্ট ইউনিয়ন ভুমি সহকারী কর্মকর্তা, সার্ভেয়ারসহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।