০৪:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫

চৌগাছা উপজেলা আওয়ামী লীগের আলোচিত সাধারণ সম্পাদক মেহেদী মাসুদ গ্রেফতার

নিউজ ডেস্ক

নিজস্ব প্রতিবেদক: যশোরের চৌগাছা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ফুলসারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহেদী মাসুদ চৌধুরীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

সোমবার (২৮ এপ্রিল) দুপুরে ফুলসারা ইউনিয়ন পরিষদ চত্বর থেকে তাকে আটক করা হয়।

ডিবি পুলিশের ওসি মঞ্জুরুল হক ভূঁইঞা জানান, মেহেদী মাসুদ চৌধুরী যশোর জেলা বিএনপির কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় দায়ের করা মামলার অন্যতম আসামি। “অপারেশন ডেভিল হান্ট” অভিযানের অংশ হিসেবে তাকে আটক করা হয় এবং পরবর্তীতে যশোর কোতোয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে।

উল্লেখ্য, গত ৪ আগস্ট যশোর জেলা বিএনপি কার্যালয়ে হামলা চালানো হয়। এ ঘটনায় বিএনপি নেতা অ্যাডভোকেট আব্দুল গফুর গত ৮ সেপ্টেম্বর কোতোয়ালী থানায় মামলা করেন, যেখানে ৬৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ১০০-১৫০ জনকে আসামি করা হয়।

এছাড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে উপজেলা রাজপথে অস্ত্রের মহড়া এবং আন্দোলনকারীদের ওপর চরম দমন-পীড়নের অভিযোগও রয়েছে মেহেদী মাসুদের বিরুদ্ধে। অভিযোগ রয়েছে, তার নির্দেশেই ছাত্রলীগের কর্মীরা শিক্ষার্থী ও বিরোধী দলের নেতাকর্মীদের বাড়িতে বাড়িতে গিয়ে ভয়ভীতি দেখায় এবং নারী শিক্ষার্থীদের ধর্ষণের হুমকিও প্রদান করে।

Please Share This Post in Your Social Media

আপডেট: ১১:১৫:৩৭ অপরাহ্ন, সোমবার, ২৮ এপ্রিল ২০২৫
৩৪

চৌগাছা উপজেলা আওয়ামী লীগের আলোচিত সাধারণ সম্পাদক মেহেদী মাসুদ গ্রেফতার

আপডেট: ১১:১৫:৩৭ অপরাহ্ন, সোমবার, ২৮ এপ্রিল ২০২৫

নিজস্ব প্রতিবেদক: যশোরের চৌগাছা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ফুলসারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহেদী মাসুদ চৌধুরীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

সোমবার (২৮ এপ্রিল) দুপুরে ফুলসারা ইউনিয়ন পরিষদ চত্বর থেকে তাকে আটক করা হয়।

ডিবি পুলিশের ওসি মঞ্জুরুল হক ভূঁইঞা জানান, মেহেদী মাসুদ চৌধুরী যশোর জেলা বিএনপির কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় দায়ের করা মামলার অন্যতম আসামি। “অপারেশন ডেভিল হান্ট” অভিযানের অংশ হিসেবে তাকে আটক করা হয় এবং পরবর্তীতে যশোর কোতোয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে।

উল্লেখ্য, গত ৪ আগস্ট যশোর জেলা বিএনপি কার্যালয়ে হামলা চালানো হয়। এ ঘটনায় বিএনপি নেতা অ্যাডভোকেট আব্দুল গফুর গত ৮ সেপ্টেম্বর কোতোয়ালী থানায় মামলা করেন, যেখানে ৬৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ১০০-১৫০ জনকে আসামি করা হয়।

এছাড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে উপজেলা রাজপথে অস্ত্রের মহড়া এবং আন্দোলনকারীদের ওপর চরম দমন-পীড়নের অভিযোগও রয়েছে মেহেদী মাসুদের বিরুদ্ধে। অভিযোগ রয়েছে, তার নির্দেশেই ছাত্রলীগের কর্মীরা শিক্ষার্থী ও বিরোধী দলের নেতাকর্মীদের বাড়িতে বাড়িতে গিয়ে ভয়ভীতি দেখায় এবং নারী শিক্ষার্থীদের ধর্ষণের হুমকিও প্রদান করে।