বেনাপোল ইমিগ্রেশনে যুবলীগ নেতা রাসেল পাঠান আটক
- আপডেট: ০৩:৩৫:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫
- / ৩৮

নিজস্ব প্রতিবেদক: ভারতে যাওয়ার সময় যশোরের শার্শা উপজেলার বেনাপোল স্থলবন্দর ইমিগ্রেশন চেকপোস্ট থেকে ময়মনসিংহ মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক রাসেল পাঠানকে (৩৮) আটক করেছে ইমিগ্রেশন পুলিশ।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর ২০২৫) সকাল ১০টার দিকে বেনাপোল ইমিগ্রেশন ডেস্কে এক্সিট সিল নেওয়ার সময় তাকে আটক করা হয়। রাসেল পাঠান ময়মনসিংহ নগরীর সানকিপাড়া এলাকার আব্দুর রাজ্জাক পাঠানের ছেলে।
ইমিগ্রেশন পুলিশ সূত্র জানায়, ভারতে যাওয়ার উদ্দেশ্যে রাসেল পাঠান তার পাসপোর্ট জমা দিলে তার কথাবার্তায় অসংলগ্নতা ও সন্দেহজনক আচরণ লক্ষ্য করা যায়। এ সময় তাকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি ময়মনসিংহ মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক বলে পরিচয় দেন।
পরবর্তীতে তার তথ্য যাচাই করে ময়মনসিংহ কোতোয়ালী থানার সঙ্গে যোগাযোগ করা হলে জানা যায়, তার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনসহ দুটি মামলা রয়েছে। বিষয়টি নিশ্চিত হওয়ার পর তাকে আটক দেখিয়ে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়।
এ বিষয়ে বেনাপোল ইমিগ্রেশন পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) সাখাওয়াত হোসেন বলেন, ভারতে যাওয়ার জন্য ইমিগ্রেশনে এসে এক্সিট সিল নেওয়ার সময় রাসেল পাঠানের কথাবার্তায় সন্দেহ হওয়ায় তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে সংশ্লিষ্ট থানায় যোগাযোগ করে তার বিরুদ্ধে একাধিক মামলা থাকার তথ্য পাওয়া যায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি মামলার আসামি হওয়ার বিষয়টি স্বীকার করেছেন।
বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফ হোসেন জানান, প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে আটক ব্যক্তিকে ময়মনসিংহ কোতোয়ালী থানার মাধ্যমে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলমান।



























