১২:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬

ভারতে যাওয়ার পথে ঝিকরগাছা উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক আটক

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৯:৩৩:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫
  • / ৫৮

নিজস্ব প্রতিবেদক: ভারতে যাওয়ার সময় যশোরের ঝিকরগাছা উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহ্বায়ক আবুল কালাম আজাদকে আটক করেছে বেনাপোল স্থলবন্দর ইমিগ্রেশন পুলিশ।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর ২০২৫) দুপুর ১টার দিকে বেনাপোল ইমিগ্রেশন চেকপোস্টে এ ঘটনা ঘটে।

ইমিগ্রেশন সূত্র জানায়, ভারতে যাওয়ার উদ্দেশ্যে আবুল কালাম আজাদ ইমিগ্রেশনে উপস্থিত হলে তার নাম স্টপলিস্টে পাওয়া যায়। পরবর্তীতে যাচাই-বাছাই করে নিশ্চিত হওয়া যায়, তার বিরুদ্ধে ঝিকরগাছা থানায় বিস্ফোরক আইনে একটি মামলা রয়েছে। এ কারণে তাকে আটক করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়।

আটক আবুল কালাম আজাদ যশোরের ঝিকরগাছা উপজেলার কৃষ্ণনগর গ্রামের দাউদ হোসেনের ছেলে।

এ বিষয়ে বেনাপোল ইমিগ্রেশন পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) সাখাওয়াত হোসেন জানান, “স্টপলিস্টে নাম থাকায় তাকে আটকের পর আইনগত প্রক্রিয়া অনুসরণ করে ঝিকরগাছা থানায় পাঠানো হয়েছে।”

স্থানীয় সূত্রে জানা গেছে, আবুল কালাম আজাদ দীর্ঘদিন ধরে সিটি ক্যাবল নেটওয়ার্ক ও ডিশ ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। আওয়ামী লীগ সরকারের আমলে তিনি এলাকায় দাপুটে নেতা হিসেবে পরিচিত ছিলেন। সে সময় তার বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও প্রভাব বিস্তারের অভিযোগও ওঠে।

Please Share This Post in Your Social Media

ভারতে যাওয়ার পথে ঝিকরগাছা উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক আটক

আপডেট: ০৯:৩৩:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫

নিজস্ব প্রতিবেদক: ভারতে যাওয়ার সময় যশোরের ঝিকরগাছা উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহ্বায়ক আবুল কালাম আজাদকে আটক করেছে বেনাপোল স্থলবন্দর ইমিগ্রেশন পুলিশ।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর ২০২৫) দুপুর ১টার দিকে বেনাপোল ইমিগ্রেশন চেকপোস্টে এ ঘটনা ঘটে।

ইমিগ্রেশন সূত্র জানায়, ভারতে যাওয়ার উদ্দেশ্যে আবুল কালাম আজাদ ইমিগ্রেশনে উপস্থিত হলে তার নাম স্টপলিস্টে পাওয়া যায়। পরবর্তীতে যাচাই-বাছাই করে নিশ্চিত হওয়া যায়, তার বিরুদ্ধে ঝিকরগাছা থানায় বিস্ফোরক আইনে একটি মামলা রয়েছে। এ কারণে তাকে আটক করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়।

আটক আবুল কালাম আজাদ যশোরের ঝিকরগাছা উপজেলার কৃষ্ণনগর গ্রামের দাউদ হোসেনের ছেলে।

এ বিষয়ে বেনাপোল ইমিগ্রেশন পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) সাখাওয়াত হোসেন জানান, “স্টপলিস্টে নাম থাকায় তাকে আটকের পর আইনগত প্রক্রিয়া অনুসরণ করে ঝিকরগাছা থানায় পাঠানো হয়েছে।”

স্থানীয় সূত্রে জানা গেছে, আবুল কালাম আজাদ দীর্ঘদিন ধরে সিটি ক্যাবল নেটওয়ার্ক ও ডিশ ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। আওয়ামী লীগ সরকারের আমলে তিনি এলাকায় দাপুটে নেতা হিসেবে পরিচিত ছিলেন। সে সময় তার বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও প্রভাব বিস্তারের অভিযোগও ওঠে।