খুলনা, খুলনা বিভাগ, জেলার খবর | তারিখঃ সেপ্টেম্বর ২৮, ২০২৩ | নিউজ টি পড়া হয়েছেঃ 3767 বার
কপিলমুনি (খুলনা) প্রতিনিধি ঃ ঢাকাস্থ পাইকগাছা সমিতির দ্বিবার্ষিক নির্বাচনে- বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলাদেশ ব্যাংকের যুগ্ন পরিচালক জনাব একে এম সাঈদ হোসেন ও সাধারণ সম্পাদক পদে পুনরায় নির্বাচিত হয়েছেন সিএএফ ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অডিট এন্ড একাউন্টস অফিসার জনাব মোঃ জাহাঙ্গীর আলম।
আগামী ৬ অক্টোবর নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়। কিন্তু গত ২২ সেপ্টেম্বর প্রার্থীর চূড়ান্ত তালিকা প্রকাশের পর অন্য কোন পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা না থাকায় ২৩ সেপ্টেম্বর নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়। ফলে পাইকগাছা সমিতির ২৮টি পদের প্রতিটিতে মাত্র একজন করে প্রার্থী থাকেন। এ অবস্থায় গত ২৩ সেপ্টেম্বর শনিবার সমিতির নিজস্ব কার্যালয়ে প্রধান নির্বাচন কমিশনার গাজী আব্দুস সাত্তার নির্বাচনের ফলাফল ঘোষণা করেন। পাইকগাছা সমিতির অন্যান্য পদে যারা নির্বাচিত হয়েছেন সহ-সভাপতি মুন্সি সিদ্দিকুর রহমান নজরুল ইসলাম, মফিজুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, সব্যসাচী মন্ডল, মোস্তফা কামাল, যুগ্ন সাধারন সম্পাদক এস এম আব্দুল্লাহ আল মামুন, ও দেবাশীষ মিস্ত্রি, সহ- সংগঠনিক সম্পাদক রাশেদ আলী গাজী, কোষাধাক্ষ তারিকুল হাসান, প্রচার সম্পাদক গাজী মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, দপ্তর সম্পাদক আল মামুন, সাহিত্য প্রকাশনা সম্পাদক সুখদেব কুমার সানা, সমাজকল্যান সম্পাদক সরদার ফারুক হোসেন, শিক্ষা সম্পাদক সেলিমুজ্জামান, সাংস্কৃতিক সম্পাদক এফ এম ইউনুছুর রহমান, আইন বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ, মহিলা বিষয়ক সম্পাদক আয়েশা আক্তার, সহ মহিলা বিষয়ক সম্পাদক রোজিনা হামিদ, সদস্য এস এম খুরশিদ আলম, সমী কুমার বিশ্বাস, রুহুল আমিন শেখ, আব্দুল মজিদ, এস এম নজরুল ইসলাম, ও শহিদুল ইসলাম নির্বাচিত হয়েছেন। সহকারী নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন অধ্যক্ষ ডক্টর শেখ মোহাম্মদ শহীদুল্লাহ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্টার শেখ আইয়ুব আলী।