আন্তর্জাতিক ডেস্ক : গাজায় হামাসের হামলায় ৬ শতাধিক ইসরাইলি নিহত হয়েছে বলে জানিয়েছে । খবর –টাইমস অব ইসরাইল।

এছাড়া, গাজায় শতাধিক ইসরাইলি নাগরিককে জিম্মি করে রেখেছে হামাস বাহিনী।

নিহতদের মধ্যে কয়েক ডজন সেনা ও পুলিশ রয়েছে যারা লড়াই করতে গিয়ে নিহত হয়েছেন।

অন্যদিকে ইসরাইলি সেনাবাহিনীর দাবি করেছে, তাদের হামলায় ৪ শতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছে।

ইসরাইলি স্বাস্থ্য মন্ত্রণালয় নিশ্চিত করেছে, হাসপাতালে আহতের মধ্যে ২০ জনের অবস্থা গুরুতর। হামলার ৩০ ঘণ্টার বেশি সময় পরেও সেনাবাহিনী সীমান্ত এলাকায় বন্দুকধারীদের সঙ্গে লড়াই চালিয়ে যাচ্ছে।

এদিকে, ইসরাইলের সঙ্গে সংঘাতে জড়িয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ।

ইসরাইলের সামরিক বাহিনী এক বিবৃতিতে জানায়, লেবানন থেকে ইসরাইলের দিকে বেশ কয়েকটি মর্টার শেল নিক্ষেপ করা হয়েছে। এর জেরে পাল্টা গোলা নিক্ষেপ করেছে ইসরাইলি বাহিনী।