শিবগঞ্জে বন্যাকবলিত ৭০০ পরিবারের মাঝে বিএনপির ত্রাণ সামগ্রী বিতরণ
- আপডেট: ০৮:৫৩:০৮ অপরাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫
- / ৮০

চাপাইনবাবগঞ্জ প্রতিবেদক : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বিএনপির উদ্যোগে বন্যাকবলিত মানুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে।
বুধবার দুপুরে শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর ইউনিয়ন তীরবর্তী নামোজগন্নাথপুরে বন্যাকবলিত ৭০০ পরিবারের মাঝে এসব ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে। ত্রাণসামগ্রীর মধ্যে ছিল চাল, চিনি, ডাল, চিড়া, আলু ও তেল।
ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব অধ্যাপক মোঃ শাহজাহান মিঞা বলেন, ‘বিএনপি সব সময় দেশের যেকোনো দুর্যোগে মানুষের পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে।’
বিএনপির সাবেক এই এমপি আরো বলেন, ‘পদ্মা নদী ভাঙ্গন রোধে স্থায়ী বাধ নির্মাণ করা হলে এই অঞ্চলের মানুষকে বারবার বন্যার কবলে পড়ে ভাঙ্গনের কবলে পড়তে হত না। তাই আগামীতে বিএনপি ক্ষমতায় এলে পদ্মা নদী ভাঙ্গন রোধে স্থায়ী বাধ নির্মাণ করা হবে।
ত্রাণ বিতরণের সময় উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব মোঃ আশরাফুল হক, সদস্য সচিব তোসিকুল আলম, শিবগঞ্জ পৌর বিএনপির সদস্য সচিব আলমগীর কবির জুয়েল, দুর্লভপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোশারফ হোসেন এম, সাধারণ সম্পাদক পারভেজ আলীসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
পর্যায়ক্রমে উপজেলার বিভিন্ন ইউনিয়নে এই ত্রাণ কার্যক্রম পরিচালনা করা হবে বলে জানান সংশ্লিষ্টরা।























