খুলনা বিভাগ, জেলার খবর, সাতক্ষীরা | তারিখঃ মে ১৮, ২০২৪ | নিউজ টি পড়া হয়েছেঃ 3659 বার
এস এম মহিদার রহমান, সাতক্ষীরা : সাতক্ষীরা জেলা জার্নালিস্ট এ্যাসোসিয়েশনের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৮ মে) বেলা ১১ টায় সংগঠনের পলাশপোল অস্থায়ী কার্যালয়ে এ সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি ও দৈনিক ভোরের পাতা পত্রিকার জেলা প্রতিনিধি এস এম মহিদার রহমানের সভাপতিত্বে এবং দৈনিক সংবাদ পত্রিকার জেলা প্রতিনিধি কে এম আনিছুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত সাধারণ সভায় সংগঠনের কার্যক্রম পরিচালনার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। সভায় বর্তমান কমিটির মেয়াদ শেষ হওয়ায় নতুন কমিটি গঠনের জন্য উপস্থিত অধিকাংশ সদস্যদের মতামতের ভিত্তিতে নির্বাচনের মাধ্যমে পরবর্তী কমিটি করার সিদ্ধান্ত গৃহীত হয়।
এরপর সভাপতি সংগঠনের কার্যকরী কমিটির বিলুপ্তি ঘোষণা করে তিন সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশনের ঘোষণা দেন। নির্বাচন কমিশনের সদস্যরা হলেন প্রধান নির্বাচন কমিশনার হিসেবে জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক মোজাম্মেল হোসেন, সদস্য হিসাবে সুজনের সাধারণ সম্পাদক অধ্যাপক হেদায়তুল ইসলাম ও সাতক্ষীরা জর্জ কোর্টের সাবেক এপিপি এ্যাড সেলিম হোসেন।
কমিশনের সদস্যরা পরবর্তী নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পূর্ব পর্যন্ত সংগঠনের সকল কার্যক্রম পরিচালনা করবেন।
এদিকে আগামী ৪৫ দিনের মধ্যে নির্বাচন সম্পন্ন করে নতুন কমিটি তৈরি করার সিদ্ধান্ত গৃহীত হয় এ সভায়।
এর আগে বিলুপ্তি কমিটির সাধারণ সম্পাদক এক বছরের আয়-ব্যয়সহ কমিটির সকল কার্যক্রমের সংক্ষিপ্ত বিবরণ তুলে ধরেন।
সভায় উপস্থিত ছিলেন মোঃ আসাদুজ্জামান আসাদ, মোঃ ঈদুজাজামান ইদ্রিস, মোঃ তফিকুজ্জামান লিটু, শেখ হাসান গফুর, শিবপুর ইউনিয়নর চেয়ারম্যান মোঃ আবুল কালাম আজাদ, এ্যাড আব্দুল্লাহ আল হাবিব, এ এস এম শাহনেওয়াজ মাহমুদ রনি, আব্দুল আলিম, মোঃ মাজহারুল ইসলাম, শেখ রেজাউল ইসলাম, মোঃ কামরুল ইসলাম, মোঃ মনিরুজ্জামান মনি, মো: রমজান আলী, জি এম সোহরাব হোসেন, মোঃ সাইফুল আযম খান মামুন , মোঃ জাহিদ হোসাইন, মোঃ আমিরুল ইসলাম, মোঃ ইদ্রিস আলী সরদার, মোঃ আনোয়ার হোসেনসহ ৬৩ জন সদস্য উপস্থিত ছিলেন।