জেলার খবর, ঢাকা বিভাগ, ফরিদপুর | তারিখঃ অক্টোবর ৫, ২০২৩ | নিউজ টি পড়া হয়েছেঃ 2051 বার
সনতচক্রবর্ত্তী: ফরিদপুরের নগরকান্দা উপজেলায় জমিসংক্রান্ত বিরোধের জেরে আপন ভাইদের মধ্যে সংঘর্ষে উভয় পক্ষের তিনজন আহত হয়েছেন।
গত মঙ্গলবার (০৩ অক্টোবর) সকাল সাড়ে ৮ টার দিকে উপজেলার রামনগর ইউনিয়নের রাধানগর গ্রামে এই ঘটনা ঘটে।
আহতরা হলেন রাধানগর গ্রামের মৃত কলম প্রামানিকের বড় ছেলে বাচ্চু প্রামাণিক (৩৬) ও তার আপন দুই ভাই শাহিন প্রামানিক (৩৪) ও সবুজ প্রামানিক (২৫)। আহত বাচ্চু প্রামানিক ও শাহিন প্রামানিক ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
এলাকাবাসী সূত্রে জানা যায়, জমি নিয়ে বিরোধ চলছিল বড়ভাই বাচ্চু প্রামানিক ও তাঁর আপন দুই ভাই শাহিন প্রামানিক ও সবুজ প্রামানিকের মধ্যে। এ নিয়ে বেশ কয়েকবার সালিস মিমাংসার চেষ্টা করেও কোনো সুফল মেলেনি।
এরই জের ধরে গত (০৩ অক্টোবর) মঙ্গলবার সকালে পুনরায় ভাইদের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে দুই পরিবারের সদস্যরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে বাচ্চু প্রামানিক সহ তাঁর আপন দুই ভাই শাহিন প্রামানিক ও সবুজ প্রামানিক আহত হয়। এসময় ছোটভাই সবুজ প্রামানিক ও শাহিন প্রামানিক মিলে বাচ্চু প্রামানিকের বসতঘরে হামলা চালিয়ে বাড়িঘরসহ বেশকিছু আসবাবপত্র ভাংচুর করে।
এ ঘটনায় বাচ্চু প্রামানিক বাদি হয়ে গতকাল (০৪ অক্টোবর) সন্ধ্যায় নগরকান্দা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। নগরকান্দা থানার অফিসার ইনচার্জ মোঃ মিরাজ হোসেন বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।