খুলনা বিভাগ, জেলার খবর, যশোর, শিক্ষাঙ্গন | তারিখঃ অক্টোবর ৫, ২০২৩ | নিউজ টি পড়া হয়েছেঃ 1314 বার
সাঈদ ইবনে হানিফ : বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে বাঘারপাড়ার রাধানগর আমিনিয়া আলিম মাদরাসায়।
৫ অক্টোবর ২০২৩ইং দুপুরে দিবসটি উপলক্ষে মাদ্রাসার হলরুমে শিক্ষক কর্মচারীদের উপস্থিতিতে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় দিবসটির গুরুত্ব তুলে ধরে আলোচনা করেন, অত্র মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ জনাব মাওঃ মোঃ আব্দুর রশিদ এবং অধ্যপক জনাব মাওঃ মোঃ মাহফুজুর রহমান। সহকারী মাওলানা, আব্দুল হালিম জানিয়েছেন, বরভাগ আলিম মাদ্রাসাতেও শিক্ষক দিবস পালিত হয়েছে।
আলোচকগন বলেন, শিক্ষাই জাতীর মেরুদণ্ড। আর শিক্ষক হলো তার মানদণ্ড। একজন আদর্শ শিক্ষকের উপর নির্ভর করে শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ। শুধু তাই নয়, শিক্ষকদের মানুষ গড়ার কারিগর ও বলা হয়ে থাকে। পাশাপাশি সামাজিক সংগঠনেও একজন শিক্ষক বড় ভূমিকা রাখতে পারে। একজন শিক্ষক শিক্ষাকতার পাশাপাশি সমাজের সকল স্থানে সচেতন ও সোচ্চার ভূমিকা রাখবে এটাই স্বাভাবিক। যে জাতী শিক্ষকের মর্যাদা বোঝে না সে জাতি গোষ্ঠীর কখনও উন্নত হতে পারে না।