জেলার খবর, ঢাকা বিভাগ, ফরিদপুর | তারিখঃ সেপ্টেম্বর ৩০, ২০২৩ | নিউজ টি পড়া হয়েছেঃ 3215 বার
সনতচক্রবর্ত্তী:
“দেবদূত হোক সব লোকালয়
ঈদের খবর প্রতিদিন,
দেহে প্রাণে অনন্ত সৌরভ
সবুজ শ্যামল রঙিন।
করুণা চেয়ে কামনা থাক
হতাশার চেয়ে পথচলা ”
“স্বপ্নজট”কবিতায় আশাবাদী কথা যিনি বলেছেন তিনি শ্লোগানের কবি নাজমুল হক নজীর। ২৫শে সেপ্টেম্বর নাজমুল হক নজীর এর ৬৯তম জন্মদিন উপলক্ষে তাঁর প্রিয় অঙ্গন যেখানে তিনি শায়িত আছেন সেই ঝর্ণাধারাতে কবিকে স্মরণ করতে আজ ৩০সেপ্টেম্বর এক আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড আআমস আরেফিন সিদ্দিক।
প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য আলহাজ্ব কাজী সিরাজুল ইসলাম। এছাড়া আরো উপস্থিত ছিলেন অধ্যাপক ড আ আ ম স আরেফিন সিদ্দিকের সহধর্মিণী মিনারা সুলতানা।
প্রধান অতিথির বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য বলেন- “কবি নজীর প্রকৃতিপ্রেমী কবি ছিলেন, প্রকৃতিতে আমরা যা দেখি তা সত্য তেমনি কবি নজীর প্রকৃতির মতো সত্যকে ধারণ করে তাঁর কবিতা চর্চা করেছেন।”
প্রধান আলোচক হিসেবে বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য আলহাজ্ব কাজী সিরাজুল ইসলাম বলেন- “কবি নাজমুল হক নজীর সত্যনিষ্ঠ ও প্রতিবাদী কবি ছিলেন, অন্যায়ের সাথে তিনি কখনো আপোষ করেন নাই ”
কবি নজীর একাডেমির উদ্যোগে কবি হাসান ফিরোজের সভাপতিত্বে কবির জন্মজয়ন্তী অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন কবিপুত্র শহীদুল্লাহ্ নজীর মাসুদ।