খুলনা বিভাগ, জেলার খবর, সাতক্ষীরা | তারিখঃ সেপ্টেম্বর ৩০, ২০২৩ | নিউজ টি পড়া হয়েছেঃ 1472 বার
কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি ঃ কলারোয়ার সীমান্তবর্তী সাংবাদিকদের সংগঠন সীমান্ত প্রেসক্লাব কলারোয়ার পঞ্চম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
শুক্রবার (২৯ সেপ্টেম্বর) বিকালে উপজেলার কেঁড়াগাছি ইউনিয়নের বালিয়াডাঙ্গা বাজারে সীমান্ত প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত প্রতিষ্ঠা বার্ষিকীতে সভাপতিত্ব করেন অত্র প্রতিষ্ঠানের সহ সভাপতি খায়রুল আলম (কাজল সরদার)
ব্যাংক কর্মকর্তা কামরুজ্জামানের সঞ্চালনায় প্রতিষ্ঠা বার্ষিকীতে প্রধান অতিথি ছিলেন আওয়ার নিউজ’র সম্পাদক প্রভাষক আরিফ মাহমুদ।
আরও উপস্থিত ছিলেন জাতীয় দৈনিক কাল বেলা’র জেলা প্রতিনিধি গাজী ফারহাদ, ঢাকা টাইমস্ এর স্টাফ রিপোর্টার হোসেন আলী, সীমান্ত প্রেসক্লাবের সভাপতি অহিদুজ্জামান খোকা, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান সোহাগ, সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান, অর্থ সম্পাদক হোসেন আলী, শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মিল্টন কবির, তরিকুল বাজার কমিটির সভাপতি আলহাজ্ব সিরাজুল হক, বাজার জুয়েলারি সমিতির সাধারণ সম্পাদক রিতন রায় সহ স্থানীয় সুধীজন।
অনুষ্ঠান শেষে কেক কেটে সীমান্ত প্রেসক্লাবের পঞ্চম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়।