০৩:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫

বছরের প্রথম সূর্যগ্রহণ আজ ২৯ মার্চ, দিনেই নামবে রাতের অন্ধকার

নিউজ ডেস্ক

নিজস্ব প্রতিবেদক : সূর্যের বিপরীতে পৃথিবী এবং চাঁদের অবস্থান প্রতিনিয়ত পরিবর্তন হয়। এই পরিবর্তন হতে হতে চাঁদ, সূর্য ও পৃথিবী যখন একটি নির্দিষ্ট ফ্রেমে অবস্থান নেয়, তখনই হয় সূর্য অথবা চন্দ্রগ্রহণ। চলতি বছরের ২৯ মার্চ তথা শনিবার বছরের প্রথম সূর্যগ্রহণ।

শুক্রবার প্রকাশিত এক প্রতিবেদনে মার্কিন মহাকাশ সংস্থা নাসা জানিয়েছে, ২৯শে মার্চ চাঁদ সূর্যের সামনে দিয়ে অতিক্রম করবে এবং আংশিকভাবে সূর্যকে আটকে দেবে। যার ফলে উত্তর গোলার্ধের কিছু অংশে ছায়া পড়বে। তাই এবার কেউ পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখতে পারবেন না, এটি আংশিক সূর্যগ্রহণ হবে।

বাংলাদেশ সময় অনুযায়ী শনিবার দুপুর ২টা ৫০ মিনিটে গ্রহণ শুরু হবে। শেষ হবে ৬টা ৪৩ মিনিটে। কিন্তু গ্রহণ চূড়ান্ত পর্বে পৌঁছাবে ৪টা ৪৭ মিনিটে। বাংলাদেশ থেকে দেখা না গেলেও আফ্রিকা, ইউরোপ, উত্তর আমেরিকা, সাউথ আমেরিকা, আটলান্টিক এবং উত্তর মহাসাগর থেকে তা দেখা যাবে।

সূর্য চাঁদের চেয়ে ৪০০ গুণ বড়। তবু আমাদের চাঁদ পুরো সূর্যকে আড়াল করে দিতে পারে। দিনেই নামতে পারে রাতের অন্ধকার। এটা সম্ভব হওয়ার একমাত্র কারণ হচ্ছে, সূর্য যেমন চাঁদ অপেক্ষা ৪০০ গুণ বড়, ঠিক তেমনিভাবে সূর্য পৃথিবী থেকে চাঁদের চেয়ে ৪০০ গুণ দূরে অবস্থিত। এই কারণে পৃথিবী থেকে চাঁদ ও সূর্যের আকার আমাদের কাছে সমান মনে হয়।

গ্রহণ দেখার জন্য প্রত্যেককে অবশ্যই তাদের চোখ রক্ষা করার জন্য যথাযথ চোখের সুরক্ষা বা পরোক্ষ দেখার পদ্ধতি ব্যবহার করতে হবে। সূর্যগ্রহণের সময় সূর্য থেকে মাত্রাতিরিক্ত পরিমাণ অতিবেগুনি রশ্মি ছড়ায়। তাই এসময় খালি চোখে সূর্যের দিকে তাকালে চোখের ক্ষতি হওয়াটা খুবই স্বাভাবিক।

Please Share This Post in Your Social Media

আপডেট: ০২:১২:২৮ পূর্বাহ্ন, শনিবার, ২৯ মার্চ ২০২৫
১১৪

বছরের প্রথম সূর্যগ্রহণ আজ ২৯ মার্চ, দিনেই নামবে রাতের অন্ধকার

আপডেট: ০২:১২:২৮ পূর্বাহ্ন, শনিবার, ২৯ মার্চ ২০২৫

নিজস্ব প্রতিবেদক : সূর্যের বিপরীতে পৃথিবী এবং চাঁদের অবস্থান প্রতিনিয়ত পরিবর্তন হয়। এই পরিবর্তন হতে হতে চাঁদ, সূর্য ও পৃথিবী যখন একটি নির্দিষ্ট ফ্রেমে অবস্থান নেয়, তখনই হয় সূর্য অথবা চন্দ্রগ্রহণ। চলতি বছরের ২৯ মার্চ তথা শনিবার বছরের প্রথম সূর্যগ্রহণ।

শুক্রবার প্রকাশিত এক প্রতিবেদনে মার্কিন মহাকাশ সংস্থা নাসা জানিয়েছে, ২৯শে মার্চ চাঁদ সূর্যের সামনে দিয়ে অতিক্রম করবে এবং আংশিকভাবে সূর্যকে আটকে দেবে। যার ফলে উত্তর গোলার্ধের কিছু অংশে ছায়া পড়বে। তাই এবার কেউ পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখতে পারবেন না, এটি আংশিক সূর্যগ্রহণ হবে।

বাংলাদেশ সময় অনুযায়ী শনিবার দুপুর ২টা ৫০ মিনিটে গ্রহণ শুরু হবে। শেষ হবে ৬টা ৪৩ মিনিটে। কিন্তু গ্রহণ চূড়ান্ত পর্বে পৌঁছাবে ৪টা ৪৭ মিনিটে। বাংলাদেশ থেকে দেখা না গেলেও আফ্রিকা, ইউরোপ, উত্তর আমেরিকা, সাউথ আমেরিকা, আটলান্টিক এবং উত্তর মহাসাগর থেকে তা দেখা যাবে।

সূর্য চাঁদের চেয়ে ৪০০ গুণ বড়। তবু আমাদের চাঁদ পুরো সূর্যকে আড়াল করে দিতে পারে। দিনেই নামতে পারে রাতের অন্ধকার। এটা সম্ভব হওয়ার একমাত্র কারণ হচ্ছে, সূর্য যেমন চাঁদ অপেক্ষা ৪০০ গুণ বড়, ঠিক তেমনিভাবে সূর্য পৃথিবী থেকে চাঁদের চেয়ে ৪০০ গুণ দূরে অবস্থিত। এই কারণে পৃথিবী থেকে চাঁদ ও সূর্যের আকার আমাদের কাছে সমান মনে হয়।

গ্রহণ দেখার জন্য প্রত্যেককে অবশ্যই তাদের চোখ রক্ষা করার জন্য যথাযথ চোখের সুরক্ষা বা পরোক্ষ দেখার পদ্ধতি ব্যবহার করতে হবে। সূর্যগ্রহণের সময় সূর্য থেকে মাত্রাতিরিক্ত পরিমাণ অতিবেগুনি রশ্মি ছড়ায়। তাই এসময় খালি চোখে সূর্যের দিকে তাকালে চোখের ক্ষতি হওয়াটা খুবই স্বাভাবিক।