হাইমাস টাওয়ার লাইটের আলোয় আলোকিত নাভারণ বাজার, উদ্বোধন করলেন ইউএনও কাজী নাজিব হাসান
নিজস্ব প্রতিবেদক: শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তার সহযোগিতায় ও শার্শা ইউনিয়ন পরিষদের উদ্যোগে নাভারণ বাজারে স্থাপিত হাইমাস টাওয়ার লাইট শুভ উদ্ভোধন করেন শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা ডা: কাজী নাজিব হাসান।
রবিবার (১৮ মে) সন্ধ্যার সময় দোয়া ও আলোচনা সভার মাধ্যমে উপস্থিত অতিথিবৃন্দ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করে।
এসময় উপস্থিত ছিলেন শার্শা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ শওকত মেহেদী সেতু, উপজেলা একাডেমিক সুপারভাইজার ও শার্শা ইউনিয়ন পরিষদের প্রশাসক এ.কে.এম নুরুজ্জামান, বেনাপোল পৌর সভার ইঞ্জিনিয়ার মফিজুর রহমান।
আরও উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির, সহ-সভাপতি আহাম্মাদ আলী শাহিন, যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক মামুনুর রশীদ, উলাশী ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি আলহাজ মিজানুর রহমান, শার্শা উপজেলা বিএনপির প্রচার সম্পাদক আলহাজ্ব নজরুল ইসলাম, শার্শা ইউনিয়ন বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আব্দুল অহেদ, যশোর জেলা শ্রমিকদলের সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম, শার্শা উপজেলা মৎস্যজীবীদলের আহ্বায়ক সোহরাব হোসেন, শার্শা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোজাফ্ফর হোসেন, সদস্য আলাউদ্দিন আলাল, শার্শা উপজেলা স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব সেলিম হোসেন আশা, শার্শা উপজেলা স্বেচ্ছাসেবকদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ ওয়াছি উদ্দিন, যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান জনি, আহ্বায়ক কমিটির সদস্য আ: সালাম, মোখলেছুর রহমান, বাকী বিল্লাহ্, শার্শা উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সবুজ হোসেন খানসহ নাভারণ বাজারের ব্যবসায়ীবৃন্দ।