জেলার খবর, ময়মনসিংহ, ময়মনসিংহ বিভাগ | তারিখঃ আগস্ট ১৬, ২০২৩ | নিউজ টি পড়া হয়েছেঃ 4096 বার
বিল্লাল হোসেন, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:-ভালুকা উপজেলা নির্বাহী কর্মকতা এরশাদুল আহমেদ বুধবার বিকালে বান্দিয়া উত্তর পাড়া থেকে দক্ষিণ পাড়া গুমাইরের মুখ পর্যন্ত রাস্তাটি পরিদর্শন করেছেন।
এ সময় ৭নং বান্দিয়া ইউপি সদস্য আতিকুর রহমান খান (রিটু), মেদুয়ারীর ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য মো.মোবারক হোসেন, ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য আমান উল্লাহ, সোয়াইলের ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য মো.ফারুক হোসেন, বরাইদ ২নং ওয়ার্ডের ইউপি সদস্য আবু সাঈদ, নারী ইউপি সদস্য আসমা আক্তার, ইউপি সদস্য সালমা আক্তার উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা এরশাদুল আহমেদ বলেন, এ কাঁচা রাস্তাটিতে মৎস্য চাষীদের মুরগির বিষ্ঠা ভর্তি লড়ি যাতায়াত করতে পারবেনা। যদি কেউ করে ফোন করবেন। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। অপরদিকে বান্দিয়া বাজার থেকে হাই স্কুল পর্যন্ত ইটের সলিং রাস্তাটি মৎস্য খামারীরা মিলিত ভাবে আগামী দিন থেকেই রাস্তাটি সংস্কার করে দেওয়ার জন্য নির্দেশ দেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রাস্তা পরিদর্শন কালে প্রায় দুই’শতাধিক গ্রামবাসী উপস্থিত ছিলেন।