স্বপন বিশ্বাস, শালিখা (মাগুরা) প্রতিনিধি: টাকার অভাবে অনেক দিন ওষুধ কিনতে পারিনা। জমানো কিছু টাকা ছিল তাও শেষ হয়ে গেছে।

অন্যের কাছে চায়ে চিনতে আর কয়দিন ওষুধ খাওয়া যায়। এবার কয়ডা ওষুধ কিনতে পারব কান্না জড়িত চোখে এমনি অভিব্যক্ত প্রকাশ করছিলেন মাগুরার শালিখা উপজেলার শতপাড়া গ্রামের ব্রেন স্ট্রোকে প্যারালাইজড রোগী পেয়ারি বেগম। এছাড়াও থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত পাঁচ বছর বয়সী সাদিয়ার পিতা জাহাঙ্গীর কাজী বলেন, টাকা গুলো পেলে বেশ উপকৃত হব। মেয়েটাকে ভালো চিকিৎসার জন্য ঢাকায় নিতে পারবো এই বলে তিনিও কেঁদে ফেলেন। এর আগে আজ রোববার(২৩ জুলাই) দুপুর ১২ টায় উপজেলা সমাজসেবা অফিসের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলার শতখালী, তালখড়ি, বুনাগাতি, শালিখাসহ বিভিন্ন ইউনিয়নের জটিল ও ব্যয়বহুল ছয়টি রোগে আক্রান্ত রোগীদের মাঝে সরকারি আর্থিক অনুদানের চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে নির্বাহী কর্মকর্তা ইয়াসমিন মনিরার সভাপতিত্বে প্রধান অতিথি অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড: কামাল হোসেন, বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি শ্যামল কুমার দে, উপজেলা সহকারী কমিশনার ভূমি উম্মে তাহমিনা মিতু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রেজাউল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন আক্তার শাবানা, শালিখা থানা অফিসার ইনচার্জ হাসান মোশাররফ হোসেন, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা নাছিমা খাতুন। এমসয় প্রধান অতিথির বক্তব্যে এ্যাড: কামাল হোসেন বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা অসহায়, ছিন্নমূল ও হতদরিদ্র৷ মানুষের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন যা অতীতে অন্য কোনো সরকার করে নাই তাই দেশের উন্নয়নে শেখ হাসিনা সরকারের বিকল্প নেই। পরে উপজেলার ৭ টি ইউনিয়নের ক্যান্সার-২৩, লিভার সিরোসিস-১, স্ট্রোকে প্যারালাইজড-২২, থ্যালাসেমিয়া-১০, কিডনি-৩, জন্মগত হৃদরোগ-৪জন সহ ছয়টি রোগের উপর মোট ৭১ জন রোগীর মাঝে ৩৫ লক্ষ ৫০ হাজার টাকার আর্থিক অনুদানের চেক বিতরণ করেন আমন্ত্রিত অতিথিবৃন্দ।