শালিখা মাগুরা প্রতিনিধিঃ ব্যাপক উৎসাহ উদ্দীপণার মধ্য দিয়ে মাগুরাতে মঙ্গলবার ও বুধবার দুইদিন ব্যাপি জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধান অতিথি মাগুরা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আবু নাসির বাবলু।সভাপতিত্ব করেন মাগুরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তারিফ উল হাসান।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যুব উন্নয়ন কর্মকর্তা প্রশান্ত কুমার দে,মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুর রহিম,সমবায় অফিসার বিরাজ কুমার কুন্ডু প্রমুখ।

অনুষ্ঠানমালার মধ্যে ছিল বঙ্গবন্ধুকে জানো বাংলাদেশকে জানো বিষয়ক সাধারণ জ্ঞান, কুইজ, ক্রীড়া, চিত্রাংকন, সাতার, সংগীত, নৃত্য, হামদ-নাত, কেরাত, উপস্থিত বক্তৃতা, উপস্থিত অভিনয়, কুঠির শিল্প, মাটির কাজ ও বিজ্ঞানযন্ত্র উদ্ভাবন প্রতিযোগিতা।
অনুষ্ঠান শেষে বিজয়ীদের মধ্য পুরস্কার ও সনদ বিতরণ করা হয়।

শালিখা,মহম্মদপুর ও শ্রীপুরেও এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার কমলেশ মজুমদার এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠান দুটির সমন্বয়ক হিসেবে কাজ করেছেন সহকারি কমিশনার (ভুমি) শ্যামানন্দ কুন্ডু।