জেলার খবর, ঢাকা, ঢাকা বিভাগ | তারিখঃ জুলাই ২, ২০২৩ | নিউজ টি পড়া হয়েছেঃ 4406 বার
নিজস্ব প্রতিবেদক : ঢাকার কেরানীগঞ্জে অসুস্থ শাশুড়িকে মিটফোর্ড হাসপাতালে দেখতে যেয়ে সড়কে প্রাণ গেল লিয়াকত আলি (৪৫) নামের এক ব্যক্তির।
শনিবার (১ জুলাই) দুপুরের দিকে এই দুর্ঘটনাটি ঘটে। পরে তাকে মুমুর্ষু অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক বিকেল সাড়ে ৩টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
নিহতকে (ঢামেক) হাসপাতালে নিয়ে আসা তার ভাতিজা পিয়ার আলী জানান, শনিবার দুপুরের দিকে আমার চাচা লিয়াকত আলী মুন্সিগঞ্জ থেকে একটি অটোতে চড়ে সপরিবারে যাচ্ছিলেন তার শাশুড়ি মিটফোর্ড হাসপাতালে ভর্তি তাকে দেখার জন্য। সেই অটোটি দক্ষিণ কেরানীগঞ্জ চুনকুটিয়া নতুন রাস্তার মোরে আসামাত্র একটি গাড়ি পিছন থেকে ধাক্কা দেয় এতে অটো উল্টে গিয়ে সবাই পরে যায় এ ঘটনায় সবাই কমবেশি আহত হলেও দুইজন গুরুতর লিয়াকত ও তার সম্বন্ধী বাচ্চু মিয়া। বাচ্চু মিয়াকে স্থানীয় হাসপাতালে পাঠানো হয় এবং আমার চাচা লিয়াকতকে ঢাকা মেডিকেল নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও বলেন, আমাদের গ্রামের বাড়ি মুন্সিগঞ্জ জেলার, সিরাজদিখান উপজেলার, খাসকান্দির চর গ্রামের মৃত আক্কেল আলীর ছেলে। দুই মেয়ের জনক ছিলেন, তিন ভাই সে ছিল দ্বিতীয়।
ঢামেক পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত সহকারি ইনচার্জ (এ এস আই) মাসুদ মিয়া বিবার্তাকে বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল মর্গে রাখা হয়েছে। তবে ময়নাতদন্ত ছাড়া মরদেহ নেয়া প্রক্রিয়াধীন রয়েছে।