আইন ও আদালত | তারিখঃ জুন ১৭, ২০২৩ | নিউজ টি পড়া হয়েছেঃ 6402 বার
নিজস্ব প্রতিবেদক : ‘সংবাদ প্রকাশের জেরে’ জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় সাংবাদিক গোলাম রব্বানী নাদিমকে হত্যার ঘটনায় চার নম্বর আসামি রেজাউল করিমকে গ্রেপ্তার করেছে র্যাব। শনিবার বিকালে বগুড়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
এর আগে সকালে পঞ্চগড় সীমান্ত এলাকা থেকে সাংবাদিক হত্যা মামলার প্রধান আসামি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুকে গ্রেপ্তার করা হয়। এসময় তার দুই সহযোগিকে গ্রেপ্তার করা হয়। এরইমধ্যে চেয়ারম্যান বাবুকে ঢাকায় আনা হয়েছে।
র্যাব বলছে, ঘটনার সিসিটিভি ফুটেজে দেখা গেছে রেজাউল মোটরসাইকেল দিয়ে প্রথমে সাংবাদিক নাদিমকে ফেলে দেয়। এরপর বাকিরা তার ওপর অতর্তিক হামলা চালায়।