আন্তর্জাতিক ডেস্ক : এর আগে জুন মাসে পৃথিবীর ‘উষ্ণতা’ এতটা বাড়েনি। এতটা উত্তপ্ত হয়ে ওঠেনি পৃথিবী । জুন মাসের প্রথম দু’সপ্তাহের গড় তাপমাত্রা দেখেই এ কথা জানিয়ে দিল ইউরোপীয় ইউনিয়নের জলবায়ু পর্যবেক্ষণ সংস্থা।

বৃহস্পতিবার (১৫ জুন) এক প্রতিবেদনে ইউরোপীয় ইউনিয়নের জলবায়ু পর্যবেক্ষণ সংস্থা ‘কোপার্নিকাস ক্লাইমেট চেঞ্জ সার্ভিস’ এ কথা জানিয়েছে।সংস্থার ডেপুটি ডিরেক্টর সামান্থা বার্গেস বৃহস্পতিবার এক বিবৃতিতে জানিয়েছেন, চলতি বছরের জুন মাস ‘উষ্ণতম’ হিসেবে নতুন নজির তৈরি করেছে।

তিনি জানান, ১৯৫০ থেকে পাওয়া তাপমাত্রা সংক্রান্ত তথ্য বিশ্লেষণ করে দেখা যাচ্ছে, চলতি জুন মাসে বিশ্বের গড় তাপমাত্রা অন্তত ০.৪ ডিগ্রি সেলসিয়াস বেশি।ইউরোপ এবং এশিয়ার বিভিন্ন অংশে এল নিনো উষ্ণস্রোত, প্রবল তাপপ্রবাহ এবং মেরু অঞ্চলের তাপমাত্রা বৃদ্ধি, গ্রিনহাউস গ্যাস নিঃসরণের পরিমাণ কমাতে ব্যর্থতার মতো কারণে এমনটা ঘটেছে বলে ‘কোপার্নিকাস ক্লাইমেট চেঞ্জ সার্ভিস’-এর তরফে ইঙ্গিত দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, এর আগে আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা ‘নাসা’ ২০১৯ সালের জুন মাসকে ‘উষ্ণতম’ হিসেবে চিহ্নিত করেছিল।