শার্শায় শহীদ বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদের ৫৪তম শাহাদাত বার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি
- আপডেট: ০২:০৮:১৪ অপরাহ্ন, শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫
- / ৩৬

নিজস্ব প্রতিবেদক: বাংলার শ্রেষ্ঠ সন্তান, মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীরশ্রেষ্ঠ শহীদ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখ-এর ৫৪তম শাহাদতবার্ষিকী পালিত হয়েছে গভীর শ্রদ্ধা, ভালোবাসা ও যথাযোগ্য মর্যাদায়।
৫৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে শুক্রবার (৫ সেপ্টেম্বর ২০২৫) সকালে যশোরের শার্শা উপজেলার ডিহি ইউনিয়নের কাশিপুর গ্রামে তাঁর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও কবর জিয়ারত করেন প্রশাসনের কর্মকর্তারা।
শ্রদ্ধা নিবেদনের সময় উপস্থিত ছিলেন শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী নাজিব হাসান ও শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল আলিম।
তারা বীর এই সন্তানের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, “জাতির এই সূর্যসন্তান দেশের জন্য প্রাণ দিয়েছেন। তাঁর আত্মত্যাগ কখনো ভোলার নয়।”
উল্লেখ্য, ১৯৭১ সালের ৫ সেপ্টেম্বর যশোরের গোয়ালহাটি এলাকায় পাকবাহিনীর সঙ্গে সম্মুখযুদ্ধে শহীদ হন ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখ। বীরত্বপূর্ণ অবদানের জন্য তাঁকে দেশের সর্বোচ্চ সামরিক খেতাব ‘বীর শ্রেষ্ঠ’ উপাধিতে ভূষিত করা হয়।