জেলার খবর, ময়মনসিংহ, ময়মনসিংহ বিভাগ | তারিখঃ জুন ৯, ২০২৩ | নিউজ টি পড়া হয়েছেঃ 4150 বার
বিল্লাল হোসেন, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধিঃ-ময়মনসিংহের ভালুকায় শুক্রবার বিকাল মেদুয়ারী ইউনিয়ন আওয়ামিলীগের আয়োজনে নিঝুরী ইউনিয়ন পরিষদ চত্তের উঠান বৈঠক, সরকারের উন্নয়নমূলক আলোচনা সভা ও শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
ইউনিয়ন আওয়ামিলীগের সহসভাপতি রোস্তম আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল মজিদ মাষ্টারের সঞ্চালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামিলীগের বিপ্লবী সাধারণ সম্পাদক জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীগের দলীয় মনোয়ন প্রত্রাশী আলহাজ্ব গোলাম মোস্তফা। এসময় আরো বক্তব্য রাখেন, ৭ নং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এস এম আকরাম হোসাইন মেদুয়ারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জেসমিন নাহার রানী, মুক্তিযোদ্ধা সন্তান মাহমুদা সুলতানা (মুন্নী) উপজেলা আওয়ামিলীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক আইয়ুব আলী খান মাষ্টার থানা আওয়ামিলীগ সদস্য আফতাব উদদীন মোল্লা, উপজেলা আওয়ামিলীগের প্রচার সম্পাদক আকরাম হোসেন খোকা প্রাথমিক শিক্ষাক সমিতির সাবেক সভাপতি ইদ্রিস আলী খান মাষ্টার, উপজেলা ছাত্রীলীগের সাবেক সভাপতি হাজী নূরুল ইসলাম, পানিভান্ডার ৫ নং ওয়ার্ড আওয়ামিলীগের সভাপতি ও বর্তমান ইউপি সদস্য রফিকুল ইসলাম, মেদুয়ারী ইউনিয়ন যুবলীগের সদস্য সচিব মোজাহিদুল ইসলাম (উজ্জ্বল মোল্লা), স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সোহেল মোল্লা, মেদুয়ারী ইউনিয়ন আওয়ামিলীগ নেতা মাইন উদদীন খান, সাবেক ইউপি সদস্য শাহজাহান খান, ৭ নং ওয়ার্ড আওয়ামিলীগের সভাপতি আব্দুল হেকিম, সাধারণ মোস্তফা খান, ৭ নং ওয়ার্ডের যুবলীগের সভাপতি আলাল উদ্দীন সাধারণ সম্পাদক মোকছেদুল খান, মেদুয়ারী ইউনিয়নের সড়ক পরিবহন নেতা আশিক খান প্রমূখ।