জাতীয় সংবাদ | তারিখঃ জুন ৬, ২০২৩ | নিউজ টি পড়া হয়েছেঃ 3161 বার
নিজস্ব প্রতিবেদক : ঢাকায় নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান ও আইনমন্ত্রী আনিসুল হকের সঙ্গে বৈঠক করেছেন।
মঙ্গলবার প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের সরকারি অফিসে ওই বৈঠক হয়। এসময় উপস্তিত ছিলেন আইনমন্ত্রী আনিসুল হকসহ পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মহাপরিচালক।
আলোচনার বিষয়ে আইনমন্ত্রী বলেন, বৈঠকে শ্রম ও আইন নিয়ে মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে কথা হয়েছে। এ বিষয়ে যুক্তরাষ্ট্রের কিছু বক্তব্য ছিল। সেসব বিষয় নিয়েই রাষ্ট্রদূত বাংলাদেশের সরকারের বক্তব্য জানতে চেয়েছেন। এই আলোচনা অব্যাহত থাকবে।
এর আগে দুপুরে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পিটার হাসের বাসায় গিয়ে দেখা করে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন।
দুপুর ১টা ১০ মিনিটে মার্কিন দূতাবাসে প্রবেশ করেন বিএনপি মহাসচিব। দুপুর আড়াইটায় তিনি দূতাবাস থেকে বের হন।
এরআগে গত রবিবার মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে বৈঠকে করেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। বৈঠক সূত্রে জানা গেছে, আগামী নির্বাচন নিয়ে জাপার পরিকল্পনা নিয়ে কথা হয় পিটার হাসের সঙ্গে।