জেলার খবর, ময়মনসিংহ, ময়মনসিংহ বিভাগ | তারিখঃ জুন ৩, ২০২৩ | নিউজ টি পড়া হয়েছেঃ 5139 বার
বিল্লাল হোসেন, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের ভালুকায় কমদামে জমি বিক্রি না করায় এমনকি প্রায় কোটি টাকা মূল্যের বনভূমি দখল করে চারপাশে ইটের সীমানা প্রাচীর নির্মাণ করে একটি পরিবারকে এক মাস ধরে অবরুদ্ধ করে রাখা হয়েছে বলে অভিযোগ উঠেছে। ঘটনটি ঘটেছে উপজেলার পাড়াগাঁও গ্রামের চটানপাড়ায়।
এ ঘটনায় নির্বাহী অফিসারসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দিয়েও কোন প্রতিকার পাচ্ছেন না বলে ওই পরিবারটির অভিযোগ।
সরেজমি গিয়ে ভূক্তভোগী পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার পাড়াগাঁও গ্রামের চটানপাড়ার মৃত আব্দুস সাত্তারের ছেলে মো: শফিকুল ইসলাম পাড়াগাঁও মৌজার ৩১৪ নম্বর দাগে পৌত্রিকসূত্রে পাওয়া এক একর ২৩ শতাংশ জমির উপর বসতবাড়ি নির্মাণ করে প্রায় ৫০ বছর ধরে বসবাস করে আসছেন। বেশ কয়ের বছর আগে স্থানীয় এনডিই স্টিল কোম্পানী কর্তৃপক্ষ তাদের ফ্যাক্টরীর পাশে কয়েক একর জমি ক্রয় করে এমনকি ৩০৯ নম্বর দাগে বনবিজ্ঞপ্তিত প্রায় কোটি টাকা মূল্যের এক একর জমি দখলে নিয়ে সিমানাপ্রাচীর নির্মাণ শুরু করেন। শফিকুল ইসলামকে তাদের জমি বিক্রি জন্য চাপ সৃষ্টি করলেও দাম কম বলায় তিনি তা বিক্রিতে অস্বীকৃতি জানান। পরে বাড়িটি ভেতরে রেখেইে পরিবারটিকে অবরুদ্ধ করে চারপাশে ইটের প্রাচীর নির্মাণ করে ফেলেন।
ভূক্তভোগী শফিকুল ইসলাম জানান, উপজেলার বারশ্রী গ্রামের আবুল হোসেনের ছেলে মনিরুজ্জামান মনির কমদামে এনডিই কোম্পানীর পক্ষে তার জমি কিনে নেয়ার জন্য চেষ্টা করেন। কিন্তু তিনি তাতে রাজি না হওয়ায় মনিরের নেতৃত্বে কয়েক’শ লোক দেশিয় অস্ত্রসস্ত্র নিয়ে দীর্ঘদিন এখানে অবস্থান করে তাদের বসতবাড়িটি ভেতরে রেখে তাদেরকে অস্ত্রের মুখে জিম্মি করে বনবিভাগের জমিসহ চারপাশে সিমানাপ্রাচীর নির্মাণ করে ফেলেন। এ সময় তার খামার থেকে দু’টি ছাগল ধরে নিয়ে ভেতরেই জবাই করে খেয়ে ফেলা হয়। সন্ত্রাসীদের ভয়ে এ ব্যাপারে প্রতিবাদ করা সম্ভব হয়নি। পরে প্রতিকার চেয়ে উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ দেয়া হলেও কোন সুরাহা হয়নি। মনির মিয়া তার পানির মোটর উঠিয়ে নিয়ে গেছে এমনকি বৈদ্যুতিক মিটার পর্যন্ত খুলে নেয়া হয়েছে। বর্তমানে এক মাস ধরে তার বৃদ্ধ মা ও ৫ মাসের শিশু সন্তানসহ ভেতরে ৮/৯ জনের পরিবার মানবেতন জীবন কাটাচ্ছেন। ওয়াল টপকিয়ে ভেতরে পানির বোতল দিতেও বাঁধা প্রদান করা হচ্ছে।
এ ব্যাপারে অভিযুক্ত মনিরুজ্জামান মনির জানান, শফিকুল ইসলাম কোম্পানীর কাছে তার জমি বিক্রি করে টাকা নিয়ে গেছেন।
ভালুকা রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা মো: হারুন অর রশিদ জানান, পাড়াগাঁও মৌজার ৩০৯ নম্বর দাগে মোট জমি রয়েছে ৩০ একর। তার মাঝে বনবিভাগের রয়েছে ১০ একর। এনডিই স্টিল কোম্পানী বিরুদ্ধে বনবিভাগের জমি দখলের অভিযোগে পূর্বে মামলা হয়েছে। সম্প্রতি মাপামাপি করতে গেলে দেখা যায়, প্রথমে মনিরের লোকজন তাদেরকে বাঁধা প্রদান করে। পরে দেখা যায়, সমিানাপ্রাচীরসহ ভেতরে তাদের প্রায় ৩০ শতাংশ জমি দখল করে রেখেছে। এ ব্যাপারে বন আইনে মামলা প্রক্রিয়াধিন।
উপজেলা নির্বাহী অফিসার মো: এরশাদুল আহমেদ লিখিত অভিযোগ পাওয়ার কথা স্বীকার করে বলেন, তিনি সরেজমিন গিয়ে দু’পক্ষের সাথে কথা বলে সুরাহার চেষ্টা করবেন। পরিবারটি অবরুদ্ধের বিষয়ে তিনি বলেন, প্রতিনিধি পাঠিয়ে ব্যবস্থা নেয়া হবে।