এস এম মহিদার রহমান, সাতক্ষীরা: সাতক্ষীরার কালিগঞ্জে মাটি বহনকারী আলমসাধুর চাপায় জীম হোসেন (১০) নামের এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। সকালে কালিগঞ্জ উপজলার বন্ধকাটি গ্রামের জাহাঙ্গীর আলমের পুত্র এবং বন্ধকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র।

রোববার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার জিরণগাছা মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, জীম সকাল সাড়ে ৮টার দিকে বাড়ি থেকে বের হয়ে পায়ে হেঁটে জিরণগাছা মোড়ের দিকে যাচ্ছিল। এসময় পিছন দিক থেকে আসা মাটি বহনকারী একটি আলম সাধু তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তাৎক্ষনিক ভাবে স্থানীয়রা আলমসাধুটি আটকাতে সক্ষম হলেও এর চালক কৌশলে পালিয়ে যায়।

কালিগঞ্জ থানার উপ-পুলিশ পরিদর্শক বুলবুল কবীর জানান, নিহতের মরদেহ উদ্ধার করে কালিগঞ্জ থানায় নেওয়া হয়েছে। তবে উত্তেজিত জনতা এসময় আলমসাধুটিতে আগুন ধরিয়ে দেয়। পরে কলিগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তিনি আরো জানান, এ ঘটনায় কালিগঞ্জ থানায় কেউ কোন অভিযোগ দেননি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।