জাতীয় সংবাদ | তারিখঃ মে ২৫, ২০২৩ | নিউজ টি পড়া হয়েছেঃ 2293 বার
নিজস্ব প্রতিবেদক : গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়েছে দাবি করে সন্তুষ্টি প্রকাশ করেছে নির্বাচন কমিশন। কমিশনের পক্ষ থেকে বৃহস্পতিবার ভোটগ্রহণের নির্ধারিত সময় শেষ হওয়ার পর কমিশনার মো. আলমগীর এ প্রতিক্রিয়া ব্যক্ত করেন।
মো. আলমগীর বলেন, গাজীপুরে সারাদিন নির্বাচন কমিশনের লোকজন, পর্যবেক্ষক ও গণমাধ্যমের মাধ্যমে আমরা দেখেছি সবাই শান্তিপূর্ণ ভোটের কথা বলেছে। প্রার্থীরা সবাই পরিবেশ নিয়ে সন্তুষ্টির কথা বলেছেন। বিশেষ করে মেয়র প্রার্থীরা সবাই পরিবেশ নিয়ে খুশি। নির্বাচন কমিশনও সন্তুষ্ট।
ভোটে বিলম্ব হওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এটা ইভিএম আর ব্যালট সবক্ষেত্রেই একই নিয়ম। যে ভোটের নির্ধারিত সময়ের মধ্যে কেউ কেন্দ্রে আসলে তাদের ভোট নিতে হবে। আর ইভিএমে অনেকে ভোট দিতে অভ্যস্ত না হওয়ায় কারো কারো হয়তো সময় লেগেছে।
সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় নির্বাচন কমিশনার আহসান হাবিব, রাশেদা সুলতানা, আনিসুর রহমান উপস্থিত ছিলেন।