জেলার খবর, ঢাকা বিভাগ, ফরিদপুর | তারিখঃ মে ১১, ২০২৩ | নিউজ টি পড়া হয়েছেঃ 3822 বার
সনতচক্রবর্ত্তীঃ ফরিদপুরের নগরকান্দায় আশ্রয়ন প্রকল্পের অনগ্রসর, ছিন্নমূল, অবহেলিত জনগোষ্ঠীকে উন্নয়নের মূল স্রোতধারায় সম্পৃক্ত করতে ৯ টি ট্রেডে ১০ দিনের পেশাভিত্তিক প্রশিক্ষণ কর্মসূচির মাধ্যমে আশ্রয়ন প্রকল্পের ৪০৫ টি পরিবারের মাঝে উন্নত জাতের ১৫০ টি ছাগল, ৪০ টি সেলাই মেশিন, ৩৫ টি পরিবারের মাঝে হাঁস-মুরগীসহ বিভিন্ন কৃষি উপকরণ বিতরণ করেছে নগরকান্দা উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার সকালে নগরকান্দা উপজেলা পরিষদের সামনে থেকে এসব সামগ্রী বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মঈনুল হক। এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান সরদার, নগরকান্দা থানার ওসি মিরাজ হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান চুন্নু শেখ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইকবালসহ আরো অনেকে।