জেলার খবর, ময়মনসিংহ, ময়মনসিংহ বিভাগ | তারিখঃ মে ৯, ২০২৩ | নিউজ টি পড়া হয়েছেঃ 3726 বার
বিল্লাল হোসেন, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধিঃ-ময়মনসিংহের ভালুকায় ডাকাতির প্রস্তুতিকালে সন্দেহজনক তিন যুবককে গ্রেফতার করেছে ভালুকা মডেল থানা পুলিশ। এ সময় পুলিশ ডাকাতির কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্রশস্ত্র ও একটি টাটা ট্রাক জব্দ করেছে।
গ্রেফতারকৃতরা হলো-চাঁদপুর জেলার ইব্রাহিমপুর গ্রামের কাদের আলীর ছেলে রাসেল গাজী (২৬), ময়মনসিংহের ফুলপুরের বালিয়া গ্রামের মোস্তফার ছেলে মো: হানিফ (২৯) এবং ভালুকা উপজেলার পুরুড়া নারাঙ্গী পাড়া গ্রামের হেলাল উদ্দিনের ছেলে মোশাররফ (৩০)।
ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ কামাল হোসেন জানান সোমবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বাঁশিল গ্রামে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশ ডাকাতদলকে ধাওয়া করে। এ সময় ডাকাতদল পালিয়ে যাওয়ার সময় ৩ জনকে আটক করলেও অন্যরা পালিয়ে যায়। এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত একটি টাটা ট্রাক (ঢাকা মেট্রো-ট-১৫-৯৩৬৫), একটি দা, ছুরা, কাটার ও কিছু দড়ি জব্দ করে। আজ মঙ্গলবার দুপুরে গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।