জেলার খবর, ঢাকা বিভাগ, ফরিদপুর | তারিখঃ মে ৩, ২০২৩ | নিউজ টি পড়া হয়েছেঃ 5271 বার
সনতচক্রবর্ত্তীঃ ফরিদপুরের মধুখালীতে মেডিকিউর হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার নামে একটি প্রাইভেট ক্লিনিকে সিজার করতে গিয়ে নাজনীন বেগম নামে এক প্রসূতির মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে ।
মঙ্গলবার (২ মে) সকাল ৯ টায় মেডিকিউর হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারে এঘটনা ঘটে।
নিহত নাজনীন বেগম জেলার বোয়ালমারী উপজেলার ঘোষপুর ইউনিয়নের রাখালগাছি গ্রামের আল-আমিন মোল্লার স্ত্রী। পরিবারের দাবি নাজনীন বেগমকে ভুল চিকিৎসার মাধ্যমে হত্যা করেছে ক্লিনিকের ডাক্তার আব্দুস সালাম।
এ ঘটনায় অভিযুক্ত ডাক্তার আব্দুস সালাম ও ক্লিনিকের সবাই পলাতক রয়েছেন। ঘটনার পর মধুখালী থানার ওসি মোঃ শহিদুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পরিবারের পক্ষ থেকে এখনও মামলা করা হয়নি। পরে মামলা করা হবে বলে জানান নিহতের পরিবার।
এদিকে মধুখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শহিদুল ইসলাম জানান, এ ঘটনায় নিহতের পরিবার মামলা করতে অনিচ্ছুক। ওসি বলেন, ওই রোগীর পরিবার মামলা না করলে আমাদের কিছু করার নেই।
অন্যদিকে অভিযুক্ত ডাক্তার আব্দুস সালাম ও ক্লিনিক কর্তৃপক্ষ সকলেই পলাতক থাকায় তাদের বক্তব্য নেওয়া যায়নি। সাধারণ মানুষের দাবি, স্বাস্থ্য কর্মকর্তাদের কোন প্রকার তদারকি না থাকার কারণে ব্যাঙের ছাতার গড়ে ওঠা এসব অবৈধ প্রতিষ্ঠানে প্রতি নিয়ত ঘটছে এসব দুর্ঘটনা।
এবিষয়ে জানতে ফরিদপুরের সিভিল সার্জন মো. সিদ্দিকুর রহমানের মোবাইলে একাধিক ফোন করলেও তিনি রিসিভ করেননি।