জেলার খবর, ঢাকা বিভাগ, ফরিদপুর | তারিখঃ এপ্রিল ১২, ২০২৩ | নিউজ টি পড়া হয়েছেঃ 3749 বার
সনতচক্রবর্ত্তীঃফরিদপুরের আলফাডাঙ্গায় মুজিবনগর সরকার গঠনের ঐতিহাসিক গুরুত্ব ও পবিত্র রমজানের তাৎপর্যের উপর আলোচনা সভা ও ইফতার মাহফিলের আয়োজন করে
জ্ঞানতীর্থ মহিউদ্দিন আহম্মদ স্মৃতি বিজ্ঞান পাঠাগার ও সুফিয়া মহিউদ্দীন ফাউন্ডেশন।
বাংলাদেশ পুলিশ এর সাবেক এ আই জি বীরমুক্তিযোদ্ধা মালিক খসরু (পিপিএম) এর উদ্যোগে মঙ্গলবার বিকালে উপজেলার পানাইলে অবস্থিত ফাউন্ডেশন ও পাঠাগার কার্যালয় সফদার কটেজে এ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আলফাডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আকরাম হোসেনের পরিচালনায় এতে বক্ত্যব রাখেন বীরমুক্তিযোদ্ধা মালিক খসরু (পিপিএম)।
এসময় উপস্থিত ছিলেন আলফাডাঙ্গা সরকারি কলেজের অধ্যাক্ষ শাহ মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, বোয়ালমারী কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের অধ্যাক্ষ মো. ফরিদ আহমেদ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান লায়লা পারভিন, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা শেখ আব্দুল আলিম সুজা, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীরমুক্তিযোদ্ধা সিদ্দিক হোসেন, মধুমতির ধারা সম্পাদক বিশিষ্ট লেখক জাহিদুল হাসান জাহিদ, নাট্যব্যক্তিত্ব জাহাঙ্গীর হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ মুক্তিযুদ্ধের শহীদদের বিদেহী আত্মার মাগফেরাত এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু এবং দেশের মঙ্গল কামনা করে বিশেষ দোয়া করা হয়।