মোঃ মিল্টন কবীর, কলারোয়া, সাতক্ষীরা প্রতিনিধি ঃ
রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মোঃ মজিবার রহমানের   দাফন সম্পন্ন হয়েছে। শুক্রবার (৭ই এপ্রিল)সকাল ১০টায় কলারোয়ার চন্দনপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মরহুমের চান্দুড়িয়া নিজ আম বাগানে সংলগ্ন পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। এর আগে আম বাগানে তার জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা নামাজ পরিচালনা করেন মরহুমের ভাইপোকে সি জি ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয় সহকারী প্রধান শিক্ষক আব্দুল গফুর মন্টু।

বীর মুক্তিযোদ্ধা মুজিবুর রহমানের দাফনের আগে গার্ড অব প্রদান করেন সাতক্ষীরা জেলা পুলিশের এস আই সিদ্দিকুর রহমানের একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করেন।এ সময় আরো উপস্থিত ছিলেন এবং বক্তব্য প্রদান করেন

কলারোয়া উপজেলা প্রশাসনের নির্বাহী কর্মকর্তা ইউএনও রুলীবিশ্বাস, কলারোয়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, গাজী, ৭ নম্বর চন্দনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ডালিম হোসেন, ৬ নম্বর সোনাবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বেনজির হোসেন হেলাল,সাবেক ইউপি চেয়ারম্যান হাসান আজিজ আহমেদ, সাবেক ইউপি চেয়ারম্যান মনিরুল ইসলাম মনি, সোনাবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসাদুজ্জামান চান্দু, মরহুমের বড়পুত্র মোখলেসুর রহমান তুহিন, মরহুমের বড় জামাতা শিক্ষক আব্দুল লতিফ, ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবুল হাসান, বীর মুক্তিযোদ্ধা মোঃ শহিদুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা খাদিমুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন, বীর মুক্তিযোদ্ধা নূর হোসেন, বীর মুক্তিযোদ্ধা আবু সিদ্দিক, চন্দনপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ মফিজুল ইসলাম, বিভিন্ন মসজিদ মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান কর্মকর্তা শিক্ষক বৃন্দ জানাজা নামাজে উপস্থিত ছিলেন, কলারোয়া থানা পুলিশ পরিদর্শক সাব ইন্সপেক্টর চন্দনপুর ইউনিয়ন বিট অফিসার এসআই নূর মোহাম্মদ ইউপি সদস্য মোস্তফা ফারুক,ইউপি সদস্য আব্দুল্লাহ আল মামুন নিজাম উদ্দিন মন্টু, সাংবাদিক এস এম ফারুক হোসেন আতাউর রহমান জুলফিকার জামান জিল্লু, হাজার হাজার মুসল্লী উপস্থিত ছিলেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ পুত্র ও ১ কন্যা সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

মরহুমের ছোটপুত্র মতলবুর রহমান জানান তিন মাস ধরে হার্ড ও কিডনি বিভিন্ন বাধ্যক জনিত রোগের কারনে অসুস্থ ছিলেন।মরমের ছোট ছেলে মতলেবুর রহমান হিরন জানান ১৯৬৭ সালে সোনাবাড়িয়া সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে যোগদান করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। ২০০৬ সালে আমার আব্বা অবসর গ্রহণ করেন। আমার আব্বার মুক্তিযোদ্ধা গেজেট নং ১০৪০।

উল্লেখ্য বৃহস্পতিবার (৬ এপ্রিল)বিকাল ৪:৫০ মিনিটে নিজ বাস ভবনে ইন্তেকাল করেন।

মরহুমের জানাজা নামাজেঅনুষ্ঠান পরিচালনা করেন ৭ নম্বর চন্দনপুর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি সাবেক অধ্যক্ষ গাজী রবিউল ইসলাম ।