আইন ও আদালত | তারিখঃ এপ্রিল ২, ২০২৩ | নিউজ টি পড়া হয়েছেঃ 4477 বার
ঢাকা অফিস: ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানের ৬ সপ্তাহের আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট। দুপুরে বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আমিনুল ইসলামের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
শুনানিতে আদালত মন্তব্য করেন, একজনকে দশ টাকা দিয়ে ছবি তুলে নামও জিজ্ঞেস করেনি। ১৯৭৪ সালে বাসন্তির জন্য কেউ এগিয়ে আসেনি বলে মন্তব্য করে আদালত।
আদালত বলেন, যতদুর জানি প্রথম আলো বস্তুনিষ্ঠ সত্য প্রকাশ করে, তাহলে আপনারা যদি এ ধরণের সংবাদ প্রকাশ করেন, দায়িত্বশীলতা কোথায় থাকে? প্রশ্ন করে আদালত।
এর আগে সকালে আদালতে হাজির হয়ে আগাম জামিন চেয়ে আবেদন করেন মতিউর রহমান। নিয়মানুযায়ী ছয়সপ্তাহ পর বিচারিক আদালতে বেইল বন্ড জমা দিয়ে আবার জামিন চাইতে হবে মতিউর রহমানকে।
গত ২৯ মার্চে ডিজিটাল নিরাপত্তা আইনে প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানের বিরুদ্ধে রমনা থানায় মামলা দায়ের করা হয়। মামলায় প্রথম আলোর সম্পাদক ছাড়াও পত্রিকাটির সাভারের প্রতিবেদক শামসুজ্জামান শামসসহ কয়েকজনকে আসামি করা হয়।
শুক্রবার এই মামলায় শামসুজ্জামানকে গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে কেরাণীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে নেয়া হয়। এ মামলায় গ্রেপ্তার দেখিয়ে বৃহস্পতিবার সকালে আদালতে পাঠানো হয় প্রতিবেদক শামসুজ্জামানকে। পরে জামিন আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেয় আদালত।
এদিকে, শুক্রবার প্রথম আলোর সম্পাদকের বিচার দাবিতে শাহবাগ মোড় অবরোধ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। একই সময় শাহবাগে প্রথম আলোর সাংবাদিক শামসুজ্জামানের নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীরা।