বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি : নাটোরের বড়াইগ্রামে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। রোববার সকালে বনপাড়া বাইপাসে বঙ্গবন্ধু’র ম্যূরালে পুস্পস্তবক অর্পণ ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়। পরে উপজেলা পরিষদ মাঠে পায়রা ও বেলুন উড়িয়ে আনুষ্ঠানিক ভাবে দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন করেন প্রধান অতিথি নাটোর- সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আব্দুল কুদ্দুস ও বিশেষ অতিথি হিসেবে উপজেলা পরিষদের চেয়ারম্যান ডা. মোঃ সিদ্দিকুর রহমান পাটোয়ারী ।

দিবসটিতে উপজেলা পরিষদ মিলনায়তনে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মোছা. মারিয়াম খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপজেলা পরিষদের চেয়ারম্যান ডা. মোঃ সিদ্দিকুর রহমান পাটোয়ারী, সহকারী কমিশনার (ভূমি) বোরহানউদ্দিন মিঠু, অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) শরীফ আল রাজীব, বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সিদ্দিক, বনপাড়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ হাবিবুর রহমান প্রমূখ উপস্থিত ছিলেন। দিবসটি উপলক্ষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে ক্রেস্ট ও পুরস্কার প্রদান করেন প্রধান অতিথি অধ্যাপক আব্দুল কুদ্দুস এমপি ও বিশেষ অতিথি হিসেবে উপজেলা পরিষদের চেয়ারম্যান ডাঃ মোঃ সিদ্দিকুর রহমান পাটোয়ারী ।